পদ্মপুকুরে সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর

পদ্মপুকুরে সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর

পদ্মপুকুরে সিপিআইএম পার্টি অফিস ভাঙচুরসোমবার রাতে বালিগঞ্জ থানার পদ্মপুকুরে সিপিআইএমের অফিস ভাঙচুর করা হয়। ঘটনার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেছেন দলীয় নেতৃত্ব। থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। খবর দেওয়া হলেও পুলিস ঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছয়নি বলে সিপিআইএমের তরফে অভিযোগ করা হয়েছে। দুষ্কৃতী হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারাও পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন।   

সোমবার রাতে পদ্মপুকুরের রামময় রোডে সরস্বতী পুজোর বিসর্জন উপলক্ষে শোভাযাত্রা বের হয়। ওই জমায়েত থেকেই হামলা চালানো হয় সিপিআইএমের অফিসে। অফিসের জানালা ভেঙে দেওয়া হয়। উল্টে দেওয়া হয় শহিদ বেদি। পাশেই এক সিপিআইএম কর্মীর বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন সিপিআইএম নেতৃত্ব।
 
দুষ্কৃতীরা এলাকার কয়েকটি বাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও। গোটা ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।  দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিস।







First Published: Tuesday, January 31, 2012, 10:11


comments powered by Disqus