Last Updated: October 7, 2011 14:09
জীবিতকে মৃত বলে ঘোষণা করল হাবড়া মহকুমা হাসপাতাল।
কয়েক ঘন্টা পর তাঁকেই অন্য হাসপাতালে রেফার করা হল।
বৃহস্পতিবার রাতে অসুস্থ যুবক রাজেশ সমাদ্দারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করা হয়।
কিন্তু ডেফ সার্টিফিকেট না দিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
বাড়ি নিয়ে যাওয়ার পরও রাজেশ বেঁচেছিল বলে অভিযোগ আত্মীয়দের।
ফের রাজেশকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেইসময় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বারাসত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রাজেশের মৃত্যু হয়।
First Published: Friday, October 7, 2011, 14:09