Men found dead in Kolkata

রিজেন্ট কলোনিতে যুবকের মৃতদেহ উদ্ধার

 রিজেন্ট কলোনিতে যুবকের মৃতদেহ উদ্ধার  যাদবপুরের রিজেন্ট কলোনিতে এক যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। পেশায় শিক্ষক ওই যুবকের নাম ইন্দ্রজিত চক্রবর্তী। বাড়ি সোনারপুরে। তিনি রায়চক স্কুলের শিক্ষক ছিলেন। আজ ভোররাতে  রিজেন্ট কলোনির একটি আবাসনের একতলার ফ্ল্যাটে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় ইন্দ্রজিত্‍ চক্রবর্তীর দেহ।

আরও চারজনের সঙ্গে তিনি ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যান কলকাতা পুলিসের গোয়েন্দারা। নিয়ে যাওয়া হয় পুলিস কুকুর। তদন্তে নামে যাদবপুর থানাও।  ইন্দ্রজিত চক্রবর্তীর দুই রুমমেটকে জিজ্ঞাসাবাদ করে পুলিস। তদন্তের সময় ওই ফ্ল্যাটে পাওয়া গিয়েছে একটি দড়ি। পুলিসের অনুমান, ওই দড়ির সাহায্যেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই যুবককে।  

First Published: Tuesday, June 4, 2013, 18:26


comments powered by Disqus