Last Updated: May 4, 2013 12:03

এক প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল মালদায়। বছর ষোলোর ওই কিশোরীর বাবা পেশায় রাজমিস্ত্রী। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ ইংরেজবাজার থানার রথবাড়ি এলাকায় বান্ধবীর সঙ্গে দাঁড়িয়েছিল ওই কিশোরী। তখনই তিন যুবক একটি গাড়িতে এসে তুলে নিয়ে যায় মেয়েটিকে। এরপর ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। মেয়েটির চিতকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই কিশোরীকে উদ্ধার করে ইংরেজবাজার থানায় নিয়ে যায়।
এরপর রাতেই রথবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে বেশকয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিস। পরে অনিমেষ মণ্ডল, জীতেন রজক, বাবলু ঘোষ নামে তিন যুবককে গ্রেফতার করা হয়। এদের প্রত্যেকেরই বয়স ২৪ থেকে ২৬ বছর। ধৃতদের আজ কোর্টে তোলা হবে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করা হবে।
First Published: Saturday, May 4, 2013, 12:03