Last Updated: Monday, March 17, 2014, 08:32
অন্ধ্রভাগের বিপক্ষে গিয়ে কংগ্রেস ছেড়েছেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। নতুন দল, জয় সময়কিয়ান্ধ্র পার্টি তৈরি করেছেন। রবিবার নতুন দলের নির্বাচনী প্রতীক সামনে আনলেন কিরণকুমার রেড্ডি। তাঁর দলের প্রতীক চটি।