Last Updated: Saturday, December 10, 2011, 13:10
অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টার পর এবার ড্যামেজ কন্ট্রোলে সক্রিয হয়েছে এএমআরআই কর্তৃপক্ষ। হাসপাতালে আগুন লাগার পর চিকিত্সক ও চিকিত্সাকর্মীরা পালিয়ে গিয়েছিল বলে সংবাদমাধ্যমে যে খবর রটেছে তা ভুল বলে দাবি করেছেন হাসপাতালের মেডিক্যাল সুপার।