Last Updated: Thursday, September 27, 2012, 21:46
বাঙাল দেশের রান্না মানেই জিভে লেগে থাকা এক স্বর্গীয় তৃপ্তির অনুভূতি। ঢাকা থেকে বরিশাল, চট্টগ্রাম থেকে বিক্রমপুর, বাংলাদেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে রসনার বাহার। সেই মণিকণার এক শতাংশ বাংলাদেশের বিখ্যাত শেফ আসাদ লতিফের হেঁসেল থেকে তুলে আনলাম আমরা।