Last Updated: Sunday, October 21, 2012, 12:45
পাশাপাশি বাড়ি, একসঙ্গে হাসিহাসি, সুখ-দুঃখ কাটানো অথচ এই একটা দিন দুটো বাড়ি কতটা আলাদা। ঘটি প্রতিমা কাকিমার বাড়িতে অষ্টমীতে আঁশ ঢোকা মানে জাত যাওয়ার সামিল। আর ওপারের কাস বাঙাল গৌরি দি'র বাড়িতে অষ্টমীতে আবার কষা মাংস ছাড়া চলে না। যুক্তি আছে, পাল্টা যুক্তি আছে।