Last Updated: Monday, February 11, 2013, 11:34
কংগ্রেস থেকে তৃণমূলে। ফের কংগ্রেসে। এবং আবারও তৃণমূলে। ১৯৯৮ সাল থেকে এভাবেই দল পরিবর্তনের ট্র্যাডিশন বজায় রেখেছেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। আসন্ন ইংরেজবাজার বিধানসভার উপনির্বাচনে তিনি এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভোটপ্রচারে তাঁর বিরুদ্ধে দলবদলকেই হাতিয়ার করেছে কংগ্রেস ও বাম, উভয়পক্ষ।