এক ধর্ষকের ডায়রি থেকে
Last Updated: December 30, 2012 17:21
শরীর বিদেহ রতি
শরীরই বিধেয়
আমাদের নখে দাঁতে
কামনাকে দিও
দিও তপ্ত যোনি আর
স্তন কুচি কুচি
মোদ্দা কথা ধর্ষকাম
আমাদের রুচি
চেটেপুটে খাব আর
রাষ্ট্র দিবে কোল
আবার সন্ত্রাসে যাব
হরে কৃষ্ণ বোল
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে
আরও রমণীরা
এস খেলি চেপেচুপে
রতিময় ক্রীড়া
এসব মানো না যদি
হবই ধর্ষক
ধর্ষণের শেষে আমি
পুনঃ ধর্মবক
ধর্মের কলেরা যেন
গায় গুণগান
ধর্ষণই কর্ষণ আর
ধর্ষক মহান।
রাহুল পুরকায়স্থ
(মুখ্য প্রযোজক)