Last Updated: Saturday, July 5, 2014, 14:10
বাড়ছে ওজন, আর সেই চক্করে ক্যালোরি কাউন্ট করতে গিয়ে আপনি আপনার রোজকার ডায়েট থেকে বাদ দিচ্ছেন মাছ, মাংস, ডিম। অথবা হঠাৎ করেই জীব প্রেমের চক্করে নিরামিষাশী হয়ে যাবেন বলে ঠিক করলেন। যদি এই আপনার ওজন কমানোর মূল মন্ত্র হয় তাহলে এবার নিজের ভাবনাটা বদলান। কারণ স্লিম থাকার আসল চাবি কাঠি লুকিয়ে আছে প্রোটিন পূর্ণ মাছ-মাংস-ডিমেই।