Last Updated: Monday, July 14, 2014, 23:58
ঘরছাড়াদের ঘরে ফেরাতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ল বাম প্রতিনিধিদল। আজ বর্ধমানের হাটগোবিন্দপুরে বিমান বসু সহ অন্য বাম নেতাদের কালো পতাকা দেখান তৃণমূল সমর্থকরা। কয়েকজনকে ঘরে ফেরাতে পারলেও, তৃণমূলের বাধায় শেষ পর্যন্ত ফিরে আসে বাম প্রতিনিধিদল। পঞ্চাননতলা, কেশপাড়া, হনুমানডাঙা। বর্ধমানের হাটগোবিন্দপুরের এসব এলাকায় গত তিনমাস ধরে প্রায় আড়াইশো বাম কর্মী ঘরছাড়া। তৃণমূলের সন্ত্রাসেই তারা ঘরছাড়া বলে বামেদের অভিযোগ। সোমবার সেই ঘরছাড়াদেরই ঘরে ফেরাতে গিয়েছিলেন বিমান বসুরা। পঞ্চাননতলায় তাঁরা ঢুকতেই শুরু হয় বিক্ষোভ।