Last Updated: Thursday, July 3, 2014, 14:28
হুঁকোমুখো হ্যাংলার মত মাছি তাড়ানোর লেজ থাকার সৌভাগ্য সবার হয় না। তবে জীব জগতে লেজের ব্যবহার কিন্তু বেশ কৌতূহলের এবং মজার। গাছে ঝোলা থেকে সন্তান প্রতিপালন এমনকী সঙ্গিনীকে আকর্ষণ, লেজের ব্যবহারের জুড়ি মেলা ভার। লেজের উপকারিতার লিস্টিটে যোগ হল আরও এক নাম। সৌজন্যে ক্যাঙ্গারুকূল। নতুন গবেষণায় উঠে এসেছে ক্যাঙ্গারুরা তাদের লেজটিকে পঞ্চম পা হিসাবে ব্যবহার করে।