Last Updated: Friday, July 11, 2014, 23:12
সচিন তেন্ডুলকরকে না চেনায় মারিয়া শারাপোভাকে নিয়ে ছিছিক্কার করেছিল এরাই। ভারত যাকে ক্রিকেটের ভগবান মনে করে সুদূর আমেরিকায় বসে রাশিয়া বংশোদ্ভূত মারিয়া জানবেন না তিনি কে? এও কি হতে পারে? তাঁর তো গর্দান যাওয়া উচিত্ ছিল। সোশ্যাল নেটওয়ার্কিং সাই ভরে গিয়েছিল সচিন ভক্তদের কটূক্তিতে। কে মারিয়া শারাপোভা? এই প্রশ্ন তুলেছিলেন তাঁরা। সত্যিই তো! চিনবেন কেমন করে। নিজেরে দেশের অলিম্পিক পদকজয়ী বক্সারকেই তাঁরা চেনেন না, মারিয়া শারাপোভা তো দূর অস্ত।