Sourav Guha, Sudipta Gupto, Michil...Mrityu...Behala, Samayer Pathshala, blog

মিছিল... মৃত্যু... বেহালা

আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ...

বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।

শোকও মুখর হয়ে ওঠে স্লোগানে স্লোগানে। মুষ্ঠিবদ্ধ হাত আকাশের দিকে ছুঁড়ে দিচ্ছে তরতাজা যৌবনগুলি। ল্যাম্পপোস্টে টাঙানো চওড়া ফ্লেক্সের এক কোনে সুদীপ্ত গুপ্তর স্বপ্নমাখা দুচোখ। যে চোখ আর সূর্যোদয় দেখবে না। পাশে লেখা 'অমর রহে।' যন্ত্রনাক্লিষ্ট নিথর মুখটায় মুখ রাখছেন বাবা। বুকের কাছে দু'হাত জরো করছেন। ক্ষমা চেয়ে নিলেন বোধহয়! রাজনীতির পাঠ শেষে প্রতিদিন গভীর রাতে ফেরার জন্য ছেলেকে কড়া ধমকগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে কি প্রণববাবুর? আপাত নিরীহ রাস্তা জুড়ে তখন স্লোগান আর স্লোগান। সুদীপ্তর নিথর শরীর নিয়ে আবেগের স্রোত বয়ে যাচ্ছে মিছিলে মিছিলে।

তারপর ভিড় ক্রমেই হালকা হয়ে গেল। সুদীপ্ত গুপ্তর বাড়ির সামনে কয়েকটি সমবয়সী ছেলের জটলা। কয়েক হাত দূরেই তস্যগলিতে এক আইসক্রিম বিক্রেতা। ঠিক দেখছি তো? এগিয়ে গিয়ে দেখি হ্যাঁ, হুবুহু, একদম ঠিকই তো। বাণিজ্য কি আর আবেগ মানে? বাজারের কাছে কিইবা জন্ম, কিইবা মৃত্যু। আসল কথা হল মাছের ঝাঁকের মত একপাল মানুষ। ওই ভিড়েই আছে ক্রেতা, আছে ভোটার, আছে টেলিভিশন রেটিং পয়েন্ট (টি. আর. পি)।

তারপর যেভাবে বিকেল নামে। ঠিক সেভাবেই গড়িয়ে গড়িয়ে বিকেল নামল গমকল মোড়ে। কিছুক্ষণ আগেই আবেগের স্রোতে ভেসে গেছে এই রাস্তা। চারিদিকের পরিবেশে এখনও কান্নার ভেজাভাব। যদিও আবার একটু একটু করেই গতানুগতিকতায় ফিরছে অধূনা বিখ্যাত এই মোড়টি। মোড়ের মাথায় জনাকয় বৃদ্ধের গল্পগাছা, অবশ্যই সুদীপ্তর কথা ফিরে ফিরে আসছে ওদের সংলাপে। পাশে একটি 'ডান্সস্কুলে' সালসা, হিপহপ, ওয়েস্টার্ন শেখানো হয়। জনাকয় ছাত্রী এসে জুটেছে। কিছুক্ষণ পর কানে হেডফোন গুঁজে এলেন ওদের ট্রেনার। না, শেষমেশ বিশ্রী কাণ্ডটা ঘটলো না। মিউজিক বাজলো না 'ডান্সস্কুলে'। তার পাশের বাড়িতে এক সাধারণ গৃহবধূ অকাতরে মিছিলে আসা সবাইকে জল খাওয়াচ্ছিলেন। এখন তার ঘরের ভিতর থেকে নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজের ঝলক শোনা যাচ্ছে। সুদীপ্তদের কটা বাড়ি পরে একটি পেল্লাই বাড়ি। নেমপ্লেট-এ লেখা 'মিত্র।' এক ভদ্রমহিলা ছোট্ট শিশু কোলে আরেক মহিলার সঙ্গে গল্প করছেন। বাচ্চাটার চোখমুখ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। মোরাম বিছানো রাস্তাটায় একটা বাচ্চা তার দাদার সঙ্গে মিলে সাইকেল চালানোর চেষ্টা করছে। সুদীপ্তর লাশ নিয়ে মিছিল ততক্ষণে এস.এফ.আই রাজ্য কমিটির দফতরে পৌঁছেছে। সুদীপ্তদের বাড়ির ঢিলছোঁড়া দূরত্বে বড় রাস্তার পাশে দোকানগুলো খুলছে। অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম হলেও ভিড় রয়েছে দোকানগুলোয়। ফাস্টফুডের দোকানে সমবয়সী মানুষের জটলা। স্বাভাবিক কথাবার্তা। অভ্যাসে বাঁধা জীবনে মৃত্যুও কেমন যেন অভ্যাস হয়ে গেছে। আলাদা করে যেন আর আলোড়িত করে না। আইন অমান্য আন্দোলন করতে গেছে, পুলিসের মারে ল্যাম্পপোস্টে মাথা থেঁতলে এক ছাত্র মরেছে। ভেরি স্যাড। কিন্তু এমনটাতো হতেই পারে, আগেও ইতিহাসে কত হয়েছে। সব কেমন যেন গা সওয়া ভাব। সিপিএম-এর হাতে তৃণমূল মরবে, কিংবা তৃণমূলের হাতে সিপিএম-এমনটাতো হয়ই। কিংবা পুলিসের গুলিতে মাওবাদী, বা মাওবাদীদের গুলিতে পুলিস, ঠিক এভাবেই পুলিসের মারে আন্দোলনকারীর মৃত্যু-হতেই পারে। দিনের শেষে এসবই কেমন যেন গা সওয়া হয়ে গেল।

একটা দেশ ছায়ার যুদ্ধ রত/শত শিবির বানালো... সুতরাং রাষ্ট্র, রাষ্ট্রের পাহারাদার পুলিস বনাম বেপরোয়া বিরোধী রাজনীতিক। রাষ্ট্রের 'ফোর্স' বনাম রাষ্ট্র বিরোধী মাওবাদী। সিপিএম বনাম তৃণমূল... আর দেশ? দেশটাতো আসলে ভূগোল বই-এর পাতায় জেগে আছে। আমার ব্যলকনি ঘেষে আমার জাগ্রত পৃথিবীতে, চারপাশতো আসলে চারপাশেই জেগে থাকে। দরজা বন্ধ করে নিলেই হল। ওসব শিবির-টিবির-এ ঢোকায় কি কাজ বাপু। তার চেয়ে দর্শক বনে গেলেই হয়! ব্যালকনিতে এসে দাঁড়াও। জায়ান্ট স্ক্রিন-এ গোটা দেশ। কত মেলা। অমন কত লাশ, কত মিছিল, সবই রাজনীতির ব্যাপার-রাজাটাজাদের ব্যাপার-তার মাঝখানে পড়ে সাধারণ ছেলেগুলো বেমক্কা মরে গেল-সত্যিই খুব খারাপ লাগছে গো। একটু চা বসাও গিন্নি। মনটা হালকা করা দরকার। একটু টিভিটা ছাড়োতো।

সব গা সওয়া হয়ে গেছে। যেভাবে গা সওয়া হয়ে গেছেন মুখ্যমন্ত্রীও। বিভিন্ন ঘটনায় তার অবাক করা মন্তব্যগুলিও। জাতীয় সংবাদমাধ্যমগুলির মুখোমুখি হয়ে পুলিসি হেফাজতে সুদীপ্ত গুপ্তর মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলে ওঠেন 'ছোট ঘটনা' তখনও আলোড়ন হয় না মনে। এসবও কেমন গা সওয়া হয়ে গেছে। পার্কস্ট্রিট কাণ্ড, কাটোয়ার ধর্ষণকাণ্ড, এসবইতো মুখ্যমন্ত্রীর কাছে ছোট ঘটনা; সাজানো ঘটনা বলে মনে হয়েছিল। সত্যি রাজনীতির কঠিন পাঠ কখনও মনের স্বাভাবিক ছন্দ কি নষ্ট করে দেয় নাকি? না হলে সবকিছুর অন্তরালেই রাজনীতির অভিসন্ধি দেখেন কী করে একটা মানুষ? রাজনীতির অভিসন্ধি মানেই তো বিরোধীদের চক্রান্ত, 'সাজানো ঘটনা', ফন্দিফিকির, সুতরাং ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা। এর কোনও উত্তর আছে কি? উত্তর নেই। যেমন চারপাশে ঘটে চলা অনেক কিছুরই উত্তর মেলে না। যেমন এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাইনি, যে সুদীপ্ত গুপ্তর মত একটা তরতাজা প্রাণ ঝরে পড়ার পরও তৃণমূল ছাত্র পরিষদ, ছাত্র পরিষদ, ডিএসও সহ নানারঙের সংগঠন, নাগরিকদের ছোট বড় নানা মঞ্চ কেন শোকমিছিলে শোকমিছিলে মহানগরে বান ডাকলো না। কেন কেউ চিত্‍কার করে বলল না সুদীপ্ত, তুমি আমার ভাই, এই রাজপথে তোমার রক্ত লেগে আছে। একজন ছাত্র হিসেবে, সহনাগরিক হিসেবে, এই পথে হাঁটতে আমার কষ্ট হচ্ছে। বুক ভেঙে যাচ্ছে। বন্ধুদের কথা মনে পড়ছে। বন্ধু, তুমি নেই। আজ সব রঙের পতাকাগুলো অর্ধনমিত। আজ সব ছাত্র সংগঠনের শোকদিবস। কারণ, এক ছাত্রের রক্ত পড়ে আছে শহরের রাজপথে।

দূর... এসব আবার হয় নাকি? যত সব বক্ওয়াজ!
Your Comments

jodi sata sattii hoto tala daas tai palta jato. tala daasa santi bajya thakto.tai nay ki?

  Post CommentsX  

this is product of political madness created by cpm. they are forcing such innocent life for an illogical. is this scarfice was necessary. cpm creating this atmosphere for their own survival. life is precious. do not waste like this. who will be benifitted. only communist and cpm. same thing they are doing in the villages. inncocent villagers are pushing for thier own survival. election issues can be solved otherway also. no need for mad protest

  Post CommentsX  

sudipto da r bolbe na ``sumit sudhu dyfi ta korlei hobe,ektu sfi tao kor``..vabte pari na o r bolbe na..bhulte parina ore sathe katano etota bochor..kintu sudipto da tomer swopno ``somajtontrer bhor`` joto ta parbo egiye niye jabo...

  Post CommentsX  

সুদীপ্ত গুপ্ত খুনের বিষয়ে কিছু প্রতিক্রিয়া দেওয়ার ভাষা হারিয়েছি। শুধু এটাই বলতে পারি, বর্তমান রাজ্য সরকার ভয়ঙ্কর, ``গণতন্ত্র`` শব্দ টা এদের কাছে ``রানীর পায়ে তেল দেওয়া``। just ভাবা যায়না, এমনও একটি সরকার থাকতে পারে, সুদীপ্ত তো কোনও অপরাধী নন, কলেজে ভোটের দাবীতে পথে নেমেছিলেন উনি, যা যেকোনো একজন গণতন্ত্র-প্রিয় শিক্ষিত ছেলের কাছে কাঙ্ক্ষিত, সেই অপরাধে খুন হতে হল ওনাকে, আমাদের রানীমা সুদীপ্ত গুপ্ত হত্যা কে ``তুচ্ছ`` আখ্যা দিচ্ছেন, আর কার পাশে দাঁড়াচ্ছেন? খুনে প্ররোচনা দেওয়া অণুব্রত মণ্ডলের পাশে? এটা just ভাবা যায়না। অবশ্য আগামী ৩ বছর এটাই ভাবতে হবে, কারণ এরকম অনেক ঘটনাই উনি আমাদের উপহার দেবেন, কারণ, তৃণমূল দলটাই তো খুনি-ডাকাত-ধর্ষক-প্রবঞ্চকদের, তাই, অপরাধীদের শাস্তি দিতে হলে তো সবার আগে রানী-মাকে জেলে যেতে হবে, আর দলটাই থাকবেনা, কারণ, ঐ দলে অপরাধী ছাড়া একজনও নেই। ``মারাত্মক অপরাধী`` সন্তোষ সাহানির পায়ে বেড়ী পড়বে। তবে, রানীমা, আমরা আপনাকে কথা দিচ্ছি, সুদীপ্তর অপরাধীকে আমরা ঠিক খুঁজে বেড় করবো। ওর ক্ষমা নেই। আপনি যতই চেষ্টা করুন।

  Post CommentsX  

সুদীপ্ত গুপ্ত খুনের বিষয়ে কিছু প্রতিক্রিয়া দেওয়ার ভাষা হারিয়েছি। শুধু এটাই বলতে পারি, বর্তমান রাজ্য সরকার ভয়ঙ্কর, ``গণতন্ত্র`` শব্দ টা এদের কাছে ``রানীর পায়ে তেল দেওয়া``। just ভাবা যায়না, এমনও একটি সরকার থাকতে পারে, সুদীপ্ত তো কোনও অপরাধী নন, কলেজে ভোটের দাবীতে পথে নেমেছিলেন উনি, যা যেকোনো একজন গণতন্ত্র-প্রিয় শিক্ষিত ছেলের কাছে কাঙ্ক্ষিত, সেই অপরাধে খুন হতে হল ওনাকে, আমাদের রানীমা সুদীপ্ত গুপ্ত হত্যা কে ``তুচ্ছ`` আখ্যা দিচ্ছেন, আর কার পাশে দাঁড়াচ্ছেন? খুনে প্ররোচনা দেওয়া অণুব্রত মণ্ডলের পাশে? এটা just ভাবা যায়না। অবশ্য আগামী ৩ বছর এটাই ভাবতে হবে, কারণ এরকম অনেক ঘটনাই উনি আমাদের উপহার দেবেন, কারণ, তৃণমূল দলটাই তো খুনি-ডাকাত-ধর্ষক-প্রবঞ্চকদের, তাই, অপরাধীদের শাস্তি দিতে হলে তো সবার আগে রানী-মাকে জেলে যেতে হবে, আর দলটাই থাকবেনা, কারণ, ঐ দলে অপরাধী ছাড়া একজনও নেই। ``মারাত্মক অপরাধী`` সন্তোষ সাহানির পায়ে বেড়ী পড়বে। তবে, রানীমা, আমরা আপনাকে কথা দিচ্ছি, সুদীপ্তর অপরাধীকে আমরা ঠিক খুঁজে বেড় করবো। ওর ক্ষমা নেই। আপনি যতই চেষ্টা করুন।

  Post CommentsX  

really just i dont have any words to say something. anek din age kono ek mahapurush bole ge6ilen ``sabar upore manus sotto tahar upore nai`` kintu aaj ei state sei bani hye dariye6e ``sabar upore rajnitir nongra rong``. rullig party or govt. er bipokhe giye kono ki6ur pratibad krley govt takhan prasasan ke kaje lagiye prtibadkari der lathi peta kr6e, guli chala66e, kintu ekbaro keo vebe dekh6e na je protester der bariteo ma baba thakte paren, tader opor ekta full family dependable hote pare, er result ki hobe keo vebe dekh6en na onader hate power a6e sei power er miss use kr6en. sudhu bartaman sarkar je eta kr6e ta noy west bengal e chiro kaal dhore eki rakam hye as6e. first congress govt., then leftfront govt., now tmc govt. rajnitir ei nongra rong er khela ki konodin e bondho hobena?? amader bangla ki r kono din notun ek srjo udoy dekhbe na? gore utbena ki rabindranth thakur er sei ``amar sonar bangla``?

  Post CommentsX  

kintu,s.gupta ke sobai to bhule gelo,tar kichui pore ar ek sudiptor abirvab holo.........sarodar sudipto. manush,media sobai bhule gelo, tar sathe sathe sudiptor behalao nirob hoye gelo.

  Post CommentsX  

ekta female kukur ratre eka eka rasta dea jacchilo kintu sekhane charte male kukur rastar upor dariea chilo. ei dekhe female kukurti voi pelo. ekta male kukur bole uthlo ``voi peo na,amra kukur, manus noi``.

  Post CommentsX  

ay prithibite baba,maa,bhai,bon ay koyek joner chara kaaro kichui eese jai na

  Post CommentsX  

etai asol kotha. amra sab soibar desher anugata proja. amader abeg nei,nei pratibader bhasa. sudhu pran japoner jonney dinjapaner abirata glani niye amra aj sarbangsaha. janina ei tamasha brita din amra urtinny korey nutun prabhater joigan gaitey parbo kina. tobu asha tuku bechey thak.

  Post CommentsX  

satti mon chue galo. khub bhalo likhechen.

  Post CommentsX  

dada fatiye diye6en. graphics ta kar? durdanto lal / sobuj...

  Post CommentsX  

ain(law)diya-annay-damonkara-jay-na,darkar-manuser-chetonar.congrats-my-friend-for-your-braveness.

  Post CommentsX  

those who speak about the better living and respect of human beings then they are killed by those who exploit human resource for earning money and to hold the power of ruling e.g.the killing of working force leader on 1st may in the hay market of chicago demanding working time for 8 hours, 8 hours for rest & 8 hours for personal works for their family-killing of sudipta gupta is the result of such demand for better living of the human beings

  Post CommentsX  

ami ekjon congress kormi hoye o bolte didabodh kori na je sudipto gupta mrittu ekti voyanok ghotona.sotti ami khub kosto peyechi je eyvabe ekta taja pran sesh hoye gelo.eto choto chele ey somajer nongra rajnitir shikar hoye gelo.sotti vable khub kosto lage.

  Post CommentsX  

thik buker majhe giye bidhlo lekhata.... kani na sobar bidhbe kina...

  Post CommentsX  

tomake abhinandan, sudiptake salam, amader jara boyasko ebong sikhishita bhabi ba bhan kori - dhik dhik

  Post CommentsX  

lekha ta pore ba bola valo lekhata dekhte peye valo laglo..ami kichukhoner jonno sudipto r barite or paraye or hete jawa rastaye dariye oder moto aro onek sudipto r jonno sattie kosto pelam... sourav apnake dhonnobad..

  Post CommentsX  

sourav da tomar lekhata porlam,ekkathay asadharan..amar ekhan sudhu ekti ganer line mane pare jay..amay ektu jayga da mago mandire basi..

  Post CommentsX  

maan aur hunsh nehi hai,kutta ka zindegi gi raha hai humlok.

  Post CommentsX  

thik kathai bolechhen apni, apnake samorthon korchhi.

  Post CommentsX  

মান্যবর, আপনার পুরো লেখাটা মন দিয়ে পড়লাম ।কিচ্ছু বলার নেই, স্রেফ কিচ্ছু বলার নেই। আসলে আমরা কেউই আমাদের মাত্রার বাইরে কিছু ভাবতে পারি না । এককোষী প্রানিরা যেমন বহুকোষী প্রানিদের কথা ভাবতে পারে না,ত্রিমাতিক জিব যেমন কোন বহুমাত্রিক জিবের অস্থিত্ব কল্পনা করতে পারে না। তেমনি ছোট মাপের মানুষগুলো কক্ষনো নিজেদের গণ্ডীর বাইরে সমাজ টাকে দেখতে পায় না। কিন্তু ভাববেন না, এখনো বহু মাত্রার প্রাণগুলিকে আমরা ইশ্বর বলেই জানি।

  Post CommentsX  

chattro aandolaner itihase amar hoye thakbe ekti naam....sudipto gupto...../

  Post CommentsX  

chattro aandolaner itihase amar hoye thakbe ekti naam....sudipto gupto...../

  Post CommentsX  

chattro aandolaner itihase amar hoye thakbe ekti naam....sudipto gupto...../

  Post CommentsX  

darun.............darun............ copy korlam ... last paragraph..

  Post CommentsX  

jokhon rajniti tar poth harea fele sarthoporder majhe othoba rokter srote, tokhon sudiptor moto onek fuler okale jhore jaoa e hoito olikhito neoti hoe darai... ar amader moo sadharon nagorikra to ``sob e vagger khela` ar emon onek pocha gola songlap ke dhal kore nirbak dorshok hoe e theke jabo jotodin na nijer barite ekta sudiptor jonmo na hochche..... dhik ei ghrinno rajniti ke ar dhik amader ghumea pora bibek ar manobikota ke o.

  Post CommentsX  

...... hoyto bokwas noe...lekhata porte porte golar vetor ki jano aakta dela pakie uthchilo.......ami chilam sudiptor sesh jatrae...keu boleni..tobu ami gechilaam...aar jano jete na hoy...

  Post CommentsX  

awesome, extraordinary..

  Post CommentsX  

khub valo likhecho sourav da..ajkei ami lekha ta deklam...sakal bela pore abaro ekber khub kosto hochhe.....na pore thakteo parlam na..porar por khub kosto hochhe..sudipto gupta amar rahe..

  Post CommentsX  

bhalo likhechish..aaj e porlam..

  Post CommentsX  

thank you sourov.this write is very good to me.nowadays we are forgatten to fight. we are alaways busy to kept himself

  Post CommentsX  

uttar debar vasa nei.

  Post CommentsX  

ami ai dese bas kori tar jonno dhukhito kintu amar dese sudipto`r moto manus ache jene horvito.to mai janai lal selam

  Post CommentsX  

keno jani mone hoi ei lekha ta r besirbhagtai meki... sudhu nijer parichay ta chanel kar tar kache tule dhara.

  Post CommentsX  

kono uttar ki keu dite parbe?

  Post CommentsX  

kono uttar ki keu dite parbe?

  Post CommentsX  

lekhata khub touchy. mon ke touch kore. jai hok r jeno kono sudipta ke e rakom vabe chole jete na hoi tar janney sobai ke egie aste hobe.

  Post CommentsX  

raj pathe chitea thaka rakta sushe niache grismer rod, dhulo. kintu pareni tar theke kuria neoa swpno kere nite..... saurabh tor anubhutita aamadero shira-uposhira dia boa giache...

  Post CommentsX  

¢f¢p i¡­m¡ b­r¡ , a¥¢j k¢c hp hp ¢p & ¢f hp ¢p l ­lp¡òv ­hl l­l¡ a­h b¢j i­k ¢lr¥ hm­h¡e¡ .................. b¢j s¡¢e a¥jc ¢l¿¹ q¡l¥¢l fë¡b£ ­cl p¡­b ­chs¡¢el j­a¡ ­p­s ­p­s ¢lr¥ hlv¡ ll­r¡........... jé¢sl g¡p q­mc ph..........:k¡­h

  Post CommentsX  

¢f¢p i¡­m¡ b­r¡ , a¥¢j k¢c hp hp ¢p & ¢f hp ¢p l ­lp¡òv ­hl l­l¡ a­h b¢j i­k ¢lr¥ hm­h¡e¡ .................. b¢j s¡¢e a¥jc ¢l¿¹ q¡l¥¢l fë¡b£ ­cl p¡­b ­chs¡¢el j­a¡ ­p­s ­p­s ¢lr¥ hlv¡ ll­r¡........... jé¢sl g¡p q­mc ph..........:k¡­h

  Post CommentsX  

¢f¢p i¡­m¡ b­r¡ , a¥¢j k¢c hp hp ¢p & ¢f hp ¢p l ­lp¡òv ­hl l­l¡ a­h b¢j i­k ¢lr¥ hm­h¡e¡ .................. b¢j s¡¢e a¥jc ¢l¿¹ q¡l¥¢l fë¡b£ ­cl p¡­b ­chs¡¢el j­a¡ ­p­s ­p­s ¢lr¥ hlv¡ ll­r¡........... jé¢sl g¡p q­mc ph..........:k¡­h

  Post CommentsX  

¢f¢p i¡­m¡ b­r¡ , a¥¢j k¢c hp hp ¢p & ¢f hp ¢p l ­lp¡òv ­hl l­l¡ a­h b¢j i­k ¢lr¥ hm­h¡e¡ .................. b¢j s¡¢e a¥jc ¢l¿¹ q¡l¥¢l fë¡b£ ­cl p¡­b ­chs¡¢el j­a¡ ­p­s ­p­s ¢lr¥ hlv¡ ll­r¡........... jé¢sl g¡p q­mc ph..........:k¡­h

  Post CommentsX  

aji parlam . rastra ar rajnitir urdhe milmis sahanubhuti chauaa ekhan asmvab.

  Post CommentsX  

good,very good

  Post CommentsX  

good,very good

  Post CommentsX  

lekhatar vetor kono rong khuje pelam na. valo laglo. asole sadharon jibon e sotti e kono rong nei. khali ekta dhusor rong khuje pai. sada r kalor misron...vabi bose, konta hobe bhalo, sada na kalo.

  Post CommentsX  

sourav...... samay er pathshala ki fire jabar montro sekhae?.....fire chol college er char tolar barandae....amadero to sudipto hobar kotha chilo,!!tai na re...

  Post CommentsX  

student hisabe ami komred sudipta kr k amar lal selam janai ......sahider rakta hote debona amra bartho. ason amra student ra nabalak honarable chife minister k bhujhiye die anek mar, babar, banglar ghor faka korechen anek sajho korechhi r noi amra youba amar pari apna k thamiye dite bangalr baba , ma , vai,bon, sathi & bandhora keu apnader r khama korben na bangalr vaggo chaka k apnara thamiye diyechen.......... chi....chi...chi....eta apnar korte paren aj sara bangla bujhte parlo.

  Post CommentsX  

satti khub sundar hoi chay lekha ta.asha kori agami dinay aro eanak bhalo lekha portay parbo

  Post CommentsX  

ora sudhu marey ora morte jane na...ora bhiru ora kapuruser dol

  Post CommentsX  

sudhu rajniti te w.b bhore gache. . ekta sudipa chole gache to ki . . . .w.b a erkm hajar sudipta ghore ghore ache. . kta k atke rakhbe. . tbe khub kasto hoi . majhe majhe amra kothai bas kori. .etai ki amadr swadinata. . .gonotantrik desh. . ?boro prosno rekhe jai. .

  Post CommentsX  

truely,kichu boler nae...sudu ekta nirob protibad chara,,,maje maje dom bondo hoea asche eta vebe je aj amra amamder state e koto ta osohae...jekane protest cholbe na,,,sudue rajniti r rajniti,,

  Post CommentsX  
Post Comments