পিঙ্কি প্রহসন

পিঙ্কি প্রহসন

এক বিরল প্রাণীর আবির্ভাবে তোলপাড় শহর, মফস্বল, গাঁ। বাসে- ট্রামে, রকে, চায়ের ঠেকে জোর জল্পনা তাকে নিয়ে। পিঙ্কি প্রামাণিক। উত্সুক জনতার উদগ্র কৌতূহলের কেন্দ্রে সোনাজয়ী এই অ্যাথলিট। তাঁকে একঝলক দেখতে SSKM এর চাতাল, সিঁড়ি, এমনকি অনাদরে বেড়ে ওঠা অপুষ্ট গাছগুলো ভরে উঠেছে। পিঙ্কির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন জনৈক মহিলা। তাঁর অভিযোগ, পিঙ্কি আসলে পুরুষ।

প্রথমেই বলে রাখি, পিঙ্কির বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ তা নিয়ে প্রশ্ন তোলার অভিপ্রায় বা অধিকার কোনোটাই আমার নেই। নির্দোষ হলে তা প্রমাণের দায় পিঙ্কির। অন্যথায় যথাযোগ্য শাস্তি তাঁর পাওয়া উচিত। কিন্তু পিঙ্কির লিঙ্গ নির্ধারণের নামে যে সার্কাস চলছে তাতে চুপ থাকি কী ভাবে? কী নিষ্ঠুর পরিহাস! গোটা কেরিয়ারে কোনো সোনালি দৌড় পিঙ্কিকে এত এয়ারটাইম এনে দিতে পারেনি। দিতে পারেনি প্রভাতী দৈনিকে প্রথম পাতায় স্থান। ক্রিকেটে মজে থাকা বাঙালী ফিরে তাকায়নি বাগমুন্ডির তিলকডিহি গ্রাম থেকে উঠে আসা এই অ্যাথলিটের দিকে। আর আজ যেভাবে তিনি পাদপ্রদীপের আলোয় তা বোধহয় দুঃস্বপ্নেও পিঙ্কি কামনা করেননি। প্রণব-মমতা শীতযুদ্ধ, আলু-লঙ্কার আকাশছোঁয়া দাম, ইউরো কাপ- "আরে ছাড়ো ইয়ার। আগে দেখি পিঙ্কির কেসটা কী"। এফ.এম-এ ছুঁড়ে দেওয়া প্রশ্ন, মেডিক্যাল টেস্ট ছাড়া কী ভাবে জানা যায় পিঙ্কি ছেলে না মেয়ে? উপচে পড়ছে কলারের ফোন। বনগাঁ থেকে বাটানগর - হঠাত্‍ স্মার্ট, রগুড়ে শ্রোতা বাতলাচ্ছেন হাজারো উপায়। পিঙ্কির অনাবৃত শরীরের ক্লোজ আপ MMS বাহিত হয়ে ছড়িয়ে পড়ছে মোবাইল থেকে মোবাইলে। রসালো চর্চার উপকরণ হয়ে দাঁড়াচ্ছে তাঁর শরীরের গঠনগত অসঙ্গতি, যাতে তাঁর বিন্দুমাত্র ভূমিকা থাকার কথা নয়। যে অসঙ্গতি সম্ভবত প্রাণপণে গোপন রাখতে চেয়েছিলেন পিঙ্কি। তাঁর সেই একান্ত ব্যক্তিগত, নিভৃত সঙ্কট আজ খোলাবাজারে যাচাই হচ্ছে খুল্লামখুল্লা। যে প্রাণীটি নারী না পুরুষ তা বুঝতে হিমসিম খাচ্ছেন দুঁদে ডাক্তাররা তার আবার RIGHT TO PRIVACY কী? অতএব ক্যামেরার সামনে কর্তব্যনিষ্ঠ পুরুষ পুলিস আরো জাপটে ধরেন পিঙ্কিকে। প্রিজনভ্যান থেকে হাসপাতালের সামান্য দূরত্ব জুড়ে তাঁকে গিলতেই পারে কুন্ঠাহীন বিস্মিত চোখ। যে দৃষ্টিতে অনুচ্চারিত আকাঙ্ক্ষার বুদবুদ "আরে একবার প্যান্টটা খুলে দেখলে ক্ষতি কী?"

পিঙ্কি নারী কিনা প্রমাণিত নয়। তাই তথাকথিত নারীবাদীদের দায় নেই পিঙ্কির হাত ধরার। আর পুরুষতান্ত্রিক সমাজের যুগপ্রাচীন ঢালও আড়াল দেবে না পিঙ্কিকে। পিঙ্কি বিচ্ছিন্ন। পিঙ্কি নি:সঙ্গ। সুতরাং তাঁর শরীরের মাপজোক, আকার আকৃতি নিয়ে বিদ্রূপ মস্করা চলতেই পারে লাগামহীন। উপলব্ধি করার চেষ্টা করছি, নারী পুরুষ বোধ হওয়ার আগে থেকেই যে নারী হিসাবে বেড়ে উঠেছে তার শরীরে সম্পূর্ণ বিপরীত সত্তার জাগরণ কি বিপুল সঙ্কটের জন্ম দিতে পারে? সংবেদনবর্জিত সমাজ থেকে প্রাণপণে নিজের এই সঙ্কট আড়াল করার চেষ্টা কি খুব অস্বাভাবিক? আর সেই আড়াল যখন এক ধাক্কায় ভেঙে চৌচির ,তার লিঙ্গ যখন অনুবীক্ষণের তলায় -সেই বিপর্যয়ের গভীরতা মাপার চেষ্টা করছি আমরা? লিঙ্গ তো শুধু শরীরের গঠন নয়, লিঙ্গ তো আসলে আজন্মলালিত একটা সত্তা। সেই সত্তাটাই যখন গবেষনাগারে কাঁটাছেড়ার বিষয় হয়ে ওঠে, ছুঁয়ে দেখতে চাইব না তার যন্ত্রনাটা? আগল দেব না শোভনতাহীন আগ্রাসী কৌতূহল আর হঠাত্‍ চাগাড় দেওয়া সস্তা রসবোধে?

আবারও বলি, পিঙ্কি যদি ধর্ষণ করে থাকেন, ধর্ষক পিঙ্কি ন্যূনতম সহানুভূতির যোগ্য নন। তাঁর শাস্তি কামনা করি। কিন্তু প্রকৃতির বেখেয়ালে শারীরিক অসঙ্গতির শিকার পিঙ্কির কি প্রাপ্য এই হৃদয়হীন ব্যবহার? গত তিন সপ্তাহ ধরে আমাদের মত দায়িত্বজ্ঞানহীন সহনাগরিকের দ্বারা প্রতিনিয়ত কি ধর্ষিত হচ্ছেন না পিঙ্কি? তার বিচার কে করবে? তিনি দোষী হোন বা নির্দোষ, ভবিষ্যতে ঘরে বাইরে পথে ঘাটে বিদ্রূপে শাণিত চোখ জিভ রেহাই দেবে তো তাঁকে? আচমকা নিদারুণ বেআব্রু হয়ে পড়া শরীর মন তাঁকে স্বাভাবিক ছন্দে ফিরতে দেবে? তামাশার ছলে আমরা কি চিরতরে কেড়ে নিলাম না তাঁর স্বাভাবিক জীবনের অধিকার? আর তাই জেলের স্যাঁতস্যাঁতে কুঠুরির অন্তরালই হয়ত এই মুহূর্তে পিঙ্কির একমাত্র সাহারা। কারণ, শুধু বিরল নয়, পিঙ্কি প্রামাণিক এখন সবচেয়ে বিপন্ন প্রাণীর নাম।
Your Comments

sory, ei post ta porte baroi deri kore fellam..... pinki thik kota medel jiteche bolte parbe ki apamor bangalira?? kintu tar sorir, jounango esab niye sathik tathyo 13-39 sabai petei chy..... ke kivabe nijer sotta futiye tulbe seta je ekantoi tar bepar.,,,,,, ei2uku sadhinota amra je sabai kammo kori...... chi chi amader ruchi

  Post CommentsX  

moupriya di kub valo laglo tomar blog ta, asole amra onner bishoy e chorcha korte kom besi sobai balobase, kintu j manush ta k niye chorcha korche, tar jontrona ta bujte chesta kori na.....

  Post CommentsX  

sudhu pinki noy, bipanna amrao. roj amader goponiota nie ki anadhikar chacha hoi na? pinki to pratik matro.

  Post CommentsX  

moupiya apni thiki bolechen. apnar artical ta sotti darun. apnar sathe anio ak mat. aj ai akobinsho satabdi te bas korleo amra sovyo jogoter sovyo tar dik theke anek pichiye. amader protyekeri uchit nijeder mon o monon k aro unnoto kore tola aabong tar dara somaj k umnoto kora.....

  Post CommentsX  

ki kore eta badlabe? jekhane ekjon janapratinidhi balen ravan chhara ramayan achal........sab rapee mahilader poshaker dosh......... janina 1jon jatra partyr nayak hole ki reality te o nayak haowa jai???

  Post CommentsX  

amio ek mot. tomar sathe. ei prohoson proman kore amra ajo gender qsn e anek anek pichiye aachi.

  Post CommentsX  

an appealing article touched me. will touch each and every ones soul and mind. very good article

  Post CommentsX  

pincky-r case ta dekhe nijer ekhan jhope jhare bathroom jete voy lage.... tumi ja jinis guruu......

  Post CommentsX  

ধিক্কার...

  Post CommentsX  

this is something which forces us to think where are we heading.civilization takes mankind forward..but where are we heading?thanks mou piya to write on this

  Post CommentsX  

amader deshe kono film star jodi kono opradh kore thake tar 1 diner modhye jamin hobe, kintu kono sports player hole se jamin pabe na. mera bharat mahan hee.

  Post CommentsX  

amader deshe kono film star jodi kono opradh kore thake tar 1 diner modhye jamin hobe, kintu kono sports player hole se jamin pabe na. mera bharat mahan hee.

  Post CommentsX  

শোভনতাহীন শব্দটার প্রয়োগ মনকে নাড়া দিল। ইংরেজিতে নিশ্চয়ই vulgar বলা যেত। কিন্তু মানুষ জাতটাই বোধহয় এরকম। isi-তে একদা এক অধ্যাপক seminar দিতে এসেছিলেন। নামটা আর করছি না,তবে আমেরিকাবাসী ভারতীয়। সংসারী মানুষ ছিলেন আর পাঁচ জনের মত। অকস্মাৎ লক্ষ্য করলেন যে তিনি আর ঠিক পুরুষ নেই। তিনি তাঁর ছেলেমেয়ের বাবা না মা এই ধাঁধার চক্রে পড়ে যখন জীবন তোলপাড়, তখন পরিবারের সকলেই তাঁকে ত্যাগ করল। কে জানে কী অপরাধে! একেই বোধহয় গ্রিক নাট্যশাস্ত্রে নিয়তি বা ভবিতব্য বলা হত। কিন্তু তিনি লড়িয়ে ছিলেন। অস্ত্রোপচারের সাহায্যে লিঙ্গ পরিবর্তন করলেন, শত বিদ্রুপ সহ্য করেও বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলেন। কলকাতায় এসে seminar দিলেন। সেদিন দেখেছিলাম শোভনতাহীন মানুষের মিছিল। তিনি হাঁটতে হাঁটতে guest house-এ ফিরছেন আর দুপাশে লাইন দিয়ে হি হি করে হাসছে cultured বাঙালী জাত!

  Post CommentsX  

moupia, lekhtar jannye shubechha. manadhikaar karmi hisebe amar duti baktabya: ak: pinky r profiling nie, ja hochhe ta nindajanak. profiling amar kader kori? criminal der. diu: principles of natural justice bole je akta `bastu` achhe ta amra aar gochore anchhi na. kyano? natural justice implies fairness, equity and equality. i strongly feel that there is a bias in this case. in india, the principles of natural justice are firmly grounded in article 14 & 21 of the constitution. with the introduction of concept of substantive and procedural due process in article 21, all that fairness which is included in the principles of natural justice can be read into art. 21. the violation of principles of natural justice results in arbitrariness, therefore, violation of natural justice is a violation of equality clause of art. 14.

  Post CommentsX  

khub valo likhecho moupia di.eta amader oneker moner kotha.facebook er page e amra onekei ei nie protibad janiechi.tomar lekha segulo k ak malae getheche.. sese akta kotha boli last para te tumi likhecho..pinki dosi na nirdos..amar mote seta proman sapekho baper holeo..prosason j dosi seta akhom promanito..tai sasti ba lojja jodi karur pete hoe to seta sobar age prosasoner paoa uchit..

  Post CommentsX  

very well said..today for general people..pinky is just an animal without gender, without feelings and most of all without the basic human rights..if she is criminal or not that is yet to be proven but that issue has lost the importance for the newsreaders. the way pinky is being treated is definitely not the way to treat a star athlete who won gold for country.

  Post CommentsX  

kudos!!!!...ei blog tar jonno tupi khullam.....

  Post CommentsX  

kudos!!!!...ei blog tar jonno tupi khullam.....

  Post CommentsX  

jeta cholchhe pinky k niye eta thik na..........ekhon kothay mahila samiti ? ekhon keu neai or pase...kothay budhhi jibira..naki jeder sartheai tara andalan koren....didi tumi thik likhe chho.....thank you...etai to keu uchha sare bolchhe na...sabai tamasa dekhchhe....... ebar ses karo eai tamasa.....hoy sasti deo noi mukti deo.....oke niye r rajniti noi....

  Post CommentsX  
Post Comments