প্রেসিডেন্সিতে হামলা রুখব কীভাবে

প্রেসিডেন্সিতে হামলা রুখব কীভাবে

প্রেসিডেন্সি কলেজের যে বেকার ল্যাবরেটরিতে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে গুন্ডারা হামলা চালাল, সেটির ইতিহাসের সঙ্গে ভারতে বিজ্ঞান চর্চার ইতিহাস সমার্থক। আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এবং প্রশান্ত চন্দ্র মহলানবিশের মতো মহাবিজ্ঞানীরা এই ল্যাবরেটরি থেকে পরাধীন ভারতে যথাক্রমে পদার্থবিজ্ঞান (পরে উদ্ভিদবিজ্ঞানও), রসায়ন এবং রাশিবিজ্ঞান চর্চার সূত্রপাত করেছিলেন। রাজনৈতিক পতাকাধারী গুন্ডাদের বিশেষ শিক্ষা দীক্ষা থাকার কথা নয়। তাই যিশুখ্রিষ্টকে যারা ক্রুশবিদ্ধ করেছিল, তাদের মতোই এদেরও জানার কথা নয় এরা কী করছে। জ্ঞানের যে মন্দিরে জুতো খুলে মাথা নিচু করে ঢোকা উচিত, সেখানে এরা ঢুকেছিল অস্ত্র হাতে রক্ত দর্শনের জিঘাংসা নিয়ে।

বর্তমান রাজ্য সরকার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পুনঃ প্রতিষ্ঠিত করার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম বর্বর হামলা এখন হয় না, সাত-আটশ বছর আগে হত। বিশ্বমানের শিক্ষাবিদরা গবেষণাগারে বর্শা এবং লোহার রডের আস্ফালন দেখতে অভ্যস্ত নন। বিশ্বমানের ছাত্রীরা ক্যাম্পাসের মধ্যে বাইরের গুন্ডাদের থেকে ধর্ষণের হুমকি শোনেন না এবং ছাত্ররা ক্লাসের মধ্যে গুন্ডাদের মারে রক্তাক্ত হন না। ১০ এপ্রিলের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রেসিডেন্সির পুনরুজ্জীবন উদ্যোগে বাধা পড়তে বাধ্য।

এই হামলার পুনরাবৃত্তি বন্ধ হবে কীভাবে?

আমরা বলছি, একমাত্র উন্নত ছাত্র রাজনীতি, (ইংরেজিতে বলব enlightened student politics) পারে শিক্ষার উপর অশিক্ষিতর এই বর্বর যুক্তিহীন অর্থহীন হামলা বন্ধ করতে।

রাজনীতি-মুক্ত ক্যাম্পাসের কথা ইদানীং পশ্চিমবঙ্গে খুবই আলোচিত হচ্ছে। কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং অন্য বেশ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কালে অশান্তির যে কয়টি ঘটনা ঘটেছে (হরিমোহন ঘোষ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে এক পুলিশ কর্মীর হত্যা সহ) তার একটির জন্যও ভিন্ন রাজনৈতিক মনে বিশ্বাস করা দু দল ছাত্রর বিরোধ দায়ী নয়। দায়ী হল দুরভিসন্ধিপরায়ণ, বুদ্ধিহীন কিছু বৃদ্ধ জরদ্গবের ক্ষমতা দখলের কদাচারী লড়াই। তার জন্য ছাত্ররা তাঁদের ন্যায্য অধিকার - রাজনীতি করার অধিকার ছেড়ে দেবেন কেন?

আমরা বলছি:

(১) ভোটাধিকার অধিকার হয় ১৮ বছর বয়সে। ওটাই কলেজের ফার্স্ট ইয়ারে ঢোকার বয়সও বটে। দেশের সরকার নির্বাচনে কারও রাজনৈতিক মতামত গণ্য করার যোগ্য হলে কলেজেও তা হওয়া উচিত।
(২) রাজনীতি মানেই দলীয় রাজনীতি হতে হবে কেন? ছাত্র সংগঠনগুলি ক্যাম্পাসের বাইরে রাজনৈতিক দলের শাখা মাত্র। এই সংগঠনগুলির নাম, পতাকা, প্রতীক যদি বাড়তি উত্তেজনা ও হিংসার কারণ হয় তবে তা বর্জন করার কথা ভাবা যেতেই পারে। এটা বর্তমান বাস্তবতায় আপত্কালীন সমাধান মাত্র, নির্মোহ যুক্তির বিচারে এ প্রস্তাব টিকবে না জেনেও বলা।
(৩) সান্ত্রীরা সকলে না বুঝলেও অন্তত মন্ত্রীদের ব্যাপক অর্থে রাজনীতির সঙ্গে সিপিআইএম-তৃণমূলের চুলোচুলির তফাত্ বুঝতে হবে। দ্বিতীয়টার কোনও জায়গা শিক্ষাঙ্গনে নেই। কিন্তু ব্যাপক অর্থে রাজনীতির ভাবনা বাদ দিয়ে জ্ঞানব্রহ্মাণ্ডের একটা সুবিশাল অংশে বিচরণ সম্ভবই নয়। একটা বৃহত্তর রাজনৈতিক ভাবনার প্রেক্ষাপট ছাড়া ইতিহাস, সমাজবিজ্ঞান, অর্থনীতি এ সব বিষয়ের উচ্চতর চর্চা সম্ভব নয়। ছাত্ররা সেই রাজনীতির ভাবনায় দীক্ষিত হয়েও নিজেদের রোজকার জীবনে তার প্রয়োগ নিয়ে ভাববেন না, এটা অসম্ভব।
(৪) ভারতের রাজনীতিতে এবং প্রশাসনে কলঙ্কের শেষ নেই। কিন্তু তাত্ত্বিক বিচারে আমাদের রাষ্ট্রব্যবস্থাটি (polity) অতীব উত্কৃষ্ট। বহুত্ববাদী সমাজে নানা বিচারে সংখ্যালঘুদের জন্য বিশেষ ব্যবস্থা করা, অন্য মত পোষণ করেও অধিকাংশের মত মেনে নেওয়া, বিতর্ক এবং আলোচনার মাধ্যমেই কর্তব্য নির্ধারণ করা, সিদ্ধান্ত গ্রহণে ভারসাম্য এবং নিরীক্ষার (check and balance) ব্যবহার - এ সবই শেখায় আমাদের সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা। ছাত্রসমাজে, ক্যাম্পাসের এ সবের প্রয়োগ সকলেরও কাম্য হবে নিশ্চয়।
(৫) ছাত্রদের রাজনীতিতে আসা মানে শিক্ষায়, মেধায়, কর্মশক্তিতে সমাজের সেরা অংশটার রাজনীতিতে আসা। বর্তমান রাজনীতির হাল দেখে কেউই অস্বীকার করতে পারবেন না যে কিঞ্চিত্ বিদ্যা-বুদ্ধি, শিক্ষা-মেধা রাজনীতিতে এলে মন্দ হয় না!

এই রাজনীতিই পারে প্রেসিডেন্সিতে হামলার মতো ঘটনা বন্ধ করতে। এই রাজনীতিতে দীক্ষিত হলে লেখাপড়ার সংস্পর্শে আসা কেউই কখনও বেকার ল্যাবলেটরিতে অস্ত্র নিয়ে ঢুকবেনই না। বেঁচে যাবেন জগদীশ চন্দ্র বসু, পি সি রায়, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, সত্যেন বোস, মেঘনাদ সাহা। লাঠির বাড়ি মাথায় পড়ার ভয়ে না ভুগে লেখাপড়া করতে পারবেন আগামী দিনে যাঁরা জগদীশ চন্দ্র বসু, পি সি রায়, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, সত্যেন বোস, মেঘনাদ সাহা হবেন তাঁরাও।

সুদীপ্ত সেনগুপ্ত
(এডিটোরিয়াল কনসালট্যান্ট)
Your Comments

প্রেসিডেন্সী নিয়ে এত কর কেন নৃত্য । প্রেসিডেন্সী ছাড়া কলেজ আছে এত্ত এত্ত । অনেক জল বয়ে গেছে গঙ্গা নদী দিয়ে । জে সি বোস,নেতাজী,হাসছেন রসিয়ে। ল্যাব নেই, টিচার নেই, আছে বন্দুক লাঠি । ভাল ছাত্র নেই ছাত্রী নেই জেনে রেখো খাটী। পয়সা আছে পোশাক আছে , আছে দেখানপনা । মগজহীন বড়োলোকের ভর্তি ছানাপোনা । জিন্স পরা পেট দেখান মাইয়া লোক সব, ভুস ভুস সিগারেট টানে, দেখে সব তাজ্জব । ছেলেগুলোর পকেটে নোটের বান্ডিল ভারী সঙ্গী নিয়ে বার রেস্টুরেন্টেো খালি ঘোরাঘুরি । নামে হল তালপুকুর ঘটি ডোবে না। অনেক ভাল কলেজ আছে এত ভেবো না। তাদের দিকে নজর দাও সেটা কাজের হবে। সবাইয়ের উন্নতি হলে সামগ্রিক উন্নয়ন হবে।

  Post CommentsX  

we should learn from american or europian country, how they are going,what policy they are taking in this case?

  Post CommentsX  

college election not required. do not excited to student for taking the part of rajniit and model the as ritrabarta banerjee.

  Post CommentsX  

....everybody remember that mamata is so liar that she claimed to be a doctorate from an unknown university which was proved a fake one .... hence we all understand how she could develop presidency university and our education system.

  Post CommentsX  

my favourite news channel is 24 ghanta...... have attended a lot of programmes .......want to put a request to start a quiz show (like ek phone ek lakh in channel 10..though it is totally a fake & politcally bound show).... it will be a great opportunity for all the bengalees.....

  Post CommentsX  

apolitical politics is also a type of politics, and people of west bengal are well aware of it. yes, we all, like you believe that, a true politics can only fight against such crime, but who will guide our students? leftists?

  Post CommentsX  

the educational istitutions are not the field for politics or tradeunionism.therefore all the students`unons should be abolished. all the activities of the students should be under the guidence of the teachers. .

  Post CommentsX  

if the west bengal government tough the past or the present can create a great infrastructure for all the students who are perusing their study and all unemployed of west bengal then i don`t think the students need to join politics but still some exception will be there...... but if the student realise that the government what they are doing is not good for the society ,,,, then yes the students has to take that job........ i am a student and i also prefer politics as i think that educated students must joined politics for the upliftment of the state and country... as we all know that the output of the collision of two educated people is always good and it always bring some good sign for the country.... but the collision of two uneducated and uncivilized people always bring bad sign for the country even death.... the examples is in front of everyone.....

  Post CommentsX  

i am totally agree with you. it is the high time when we have to free our academical institutions from not student politics but party politics. student unions should be there but not being influenced by any party color as every like iit`s. higher authority and also the students should be conscious on that. a high security should be arranged to protect the college & universities from intruders. i strongly agree with you on another point that student should join politics for the proper development of the country, because today all the political parties are filled up with antisocial elements and hooligans results corruption so politics became a rejected sectors to all of the educated societies. now the time has came to change the definition of politics.. that`s why highly educated creamy layer should come forward for the upliftment of the country..

  Post CommentsX  

let there be an threadbare discussion on west bengal co-op socities act,2006,amend- ment act 2011,regarding tenure of board of directors mainly.bods who were elected for 3years only as per w.b.co-op socities act 1983 can continue upto 5 years as per pro- vision made in the act of 2006 or convene annual general meeting within the last date of 3 years for election of bods as per provision of act,2006.automatic extension from 3years to 5 years in such case seems to be not correct & probably it will violate from the legal point of view.thanks

  Post CommentsX  

জ্ঞানের যে মন্দিরে জুতো খুলে মাথা নিচু করে ঢোকা উচিতকেনো????জ্ঞানের কাছে কি আমরা আত্মসমর্পন কোরছি নাকি????নাকি জ্ঞান পবিত্র????কিভাবে একটা জিনিস পবিত্র হোয়ে ওঠে??

  Post CommentsX  

সহমত । তবে একদলের দোষ দেখিয়ে অন্যদলের দোষকে যুক্তিসম্মত করা বাও ওরা করেছে বলে আমরাও করছি , এ ধরনের বালখিল্য সুলভ রাজনীতিও বন্ধ হওয়া উচিত ।

  Post CommentsX  

sudipto babu ke prothomei dhonyobad janai blog ti open korar jonye.apnara jodi public service commission west bengaler examinationgulir( mainly wbcs,miscellaneous etc) result publish korar bishoye pscr okaron deri nie alochona koren amar moto onek student, jara wait kore bose achhi kobe result berobe,bishesh vabe upokrito hobo.

  Post CommentsX  

derite holeo apnar lekhata pore mon chuye gelo. sothik kothai likhechen apni, ekdol swarthaneswi dalal chatro somajke rajnoitik britter baire rekhe rajnititake brothel banabar chokrante lipto, jekhane niti, noitikota, adorsho,tyag, titikkha eigulor kono mulyo thakbe na,jekhane rajnoitik somporko hobe kena bechar somporko..jekhane narir ijjot orther niktite porimap hobe.chatroder rajnitite asa manei sera onshota rajnitite asa er chaite sotto bodhhoy ar kichu hote pare na.

  Post CommentsX  

amr mote college-e kono political party ke allow kora uchit noy.

  Post CommentsX  

amar mote sikkhangan theke politics sore jawa thik, nahole hari mohan ghosh college er sange prisidency university r moto ghatana abar o ghotbe. jakhon sob ghote jabe takhon sobai rastai neme mombati jalabe, michil korbe, eta stop howa uchit bole mone kori.

  Post CommentsX  

state gov change kora uchit

  Post CommentsX  

state gov change kora uchit

  Post CommentsX  

amra ki bandho korte chai hangama? naki ei ajuhate chatra nirbachan bandho korte chai? ei bhabe ganatantrik kathamoke nasto karar chesta cholche.

  Post CommentsX  

শপিং মল বস্তুটাকে অত ঘেণ্ণা করবেন না. ওখানে হাজার হাজার সাধারণ মানুষ কাজ করে. পৃথিবীর ইতিহাসে শিল্প এবং ব্যবসা-বাণিজ্য ছাড়া উল্লেখযোগ্য সম্পদ তৈরির নজির নেই. আর সম্পদ তৈরি না হলে তার যে কোনও বন্টনই অসম্ভব - সুষম অথবা অসম. বস্তুত, মার্ক্স এবং এঙ্গেলস সাহেব উনবিংশ শতাব্দীর মধ্যভাগে দরিদ্র জার্মানি থেকে অতি সম্পন্ন এবং ব্যবসাকেন্দ্রিক ইংল্যান্ডে গিয়েই সেই সব তত্ত্ব টত্ত্ব প্রণয়ণ করেছিলেন যা এখনও কমিউনিস্টদের অনুসরণ করার কথা. অমিতাভ বাবুর জন্য - কোন ৩ জন ছাত্র? সরোজবাবুর জন্য - দেশের রাজনীতি তো মঙ্গলগ্রহ, এমনকী বাংলাদেশ থেকে এসেও কেউ শুদ্ধ করবে না. বিবেকবান, বুদ্ধিমান, শিক্ষিত, সচ্চরিত্র, মেধাবী মানুষ রাজনীতিতে এলে তবেই না তা শুদ্ধ হবে. এরা কারা, ছাত্র ছাড়া? হাসিবুলবাবুর জন্য - আপনার উদাহরণটাই প্রমাণ করে আমার উপরের বক্তব্য.

  Post CommentsX  

আপনার সঙ্গে সহ মত পোষন করছি।

  Post CommentsX  

a group of people with vested interests think that students must hang out in shopping malls instead of joining politics.

  Post CommentsX  

a group of people with vested interests think that students must hang out in shopping malls instead of joining politics.

  Post CommentsX  

আপনার প্রতিটি বক্তব্য প্রণিধান যোগ্য ও আমি এটাকে সর্বত ভাবে সমর্থন করি । যারা ছাত্র-রাজনীতির কুফল নিয়ে সোচ্চার তাঁরা নিজেরা অনেকেই ছাত্র-রাজনীতি করেছেন । বৃহত্তর জ্ঞানের চর্চায় রাজনীতি ব্রাত্য থাকতে পারে না । থাকা উচিত নয় । রাজনৈতিক চেতনা বিহীন ছাত্র সমাজ কোনও দেশের কাম্য হতেই পারে না । আসলে বাম আমলে বা তারও আগে দল ছাত্রদের রাজনীতির প্রক্রিয়াটাকে বেশি নিয়ন্ত্রণ করায় জন মানসে একটা ভুল ধারণা জন্ম নিয়েছে । ভুলটা ভুলই । সেটা সংশোধনের জায়গা থাকা দরকার ।

  Post CommentsX  

thoughtprovoking. well written

  Post CommentsX  

about result of school service commission & appionment of assistant teacher of school service commission.

  Post CommentsX  

i fully agree with your views. what all are happening in the name of politics is really frustrating.

  Post CommentsX  

pertinent......

  Post CommentsX  

rajapal ki dilhi-er ghatanai cpi(m)-polit bureau-ka khama parthana karte bolte paren? jodi thai hoi thahole keno trimul-ka bolte paran na trimul bhavan theka khama parthana karun....

  Post CommentsX  

অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি বক্তব্য। ভীষণ ভালো লাগল...

  Post CommentsX  

1) somosto college theke union tule dite hobe 2) govorning body te 3 jon students rakhte hobe, jara students der problem gulo dekhbe

  Post CommentsX  

ami nije kono ekti chatro songothoner sathe jukto hoeo bolchi ajker dine chatro somajer dik theke chatro andolon er modhdhe asar je sikhkhar man ta onek ongsei kome geche....kichu khetre dekhechi kichu chatro kichu jiniser lov e andolon er pothe asche othocho tara chatro andolon sommondhe kichui janena.... sob theke age jeta dorkar rajnoitik dol gulor utchit tader chatro songothoner majhe sikhkhar man ke aro unnoto kore tola jate chatro somaj unnotir jonya kaj korte pare.... sorbopori bolbo ei trinomool sorkar je uddog niechilo tak sadhubad janai kintu ei sotabdi prachin university ba college er opor je hamla holo ta thekate aro kothor vumika dekhle khusi hobo... tar bodole principal er uddesse je nongra ingit chure deoa hochche kono ekti dol er pokhkho theke tar tibro protibad hoa uchit......

  Post CommentsX  

apnar sathe ekmot...but ekta different request ache...apnader channel ke ekta important information diye onekbar message korechi facebook..daya kore ki apnara ghotona ta niye alokpat korben? the subject of my message was ``a booze shop, running in west midnapore, owned by a tmc leader and local panchayet sabhapati.

  Post CommentsX  

jotodin na desher rajniti susthoyo hochhe chatoder rajniti theke dure rakhte hobe. kichu rajnoitik dal chatroder virie dichhe chatroder future charkhar hoye jachhe ramkrishna mission, st. xaviers college eder to rajniti nei eder studentra e desher sompod toiri hochhe na? je cheleti recently pran dilo se ki dosh korechilo? ageo oneke chokh hariyeche , injured hoyeche tate kar luv hoyeche? akhon to khun kome gache 60s and seventies koto cheler jibon kerenilo ei rajnitik songhorse tatei ba kader luv hoyechilo . college sansad nirbachone gulo gola kano cholbe ? keu ki vebe dehechen? aj presidencyte je ghotona ghotlo tar jonne kono nirdisto group dayee noi goto 4 dosok dhore je dishahin chatro rajniti cholche tar protifalon .

  Post CommentsX  

ajker dine rajniti ekta samajik abokkhoi er pothe cholche.jar porinoti aj collage gulote hingsar rajniti chara r kichu jutena.ami rajniti korina,samajik kaje jukto thakate sab rajnoitik doler netader sathe valo samporka thakate onek ghatona amar najare ache,1ta ghatona boli:-1ta gorib chele collage e tmcp rajnitir sathe jukta,tai rajnitir subadhe cholejai 1jan tmc union leader er kache(maf korben name bollamna),1ta factory te kajer asai.cheleta janena union leader 1yers age ki korto,union leader 1yers age riksa chalato r tmc er jhanda niye miting-michil e lok jogar korto,kintu aj se haldia te 1ta companyr union leader,aj tar bari banache koti takar oo besi poisa diye.cheleta ki riply pelo leader theke:-marksheet hate niye aslil vasate galagal diye suru korlo porasuna kore ki chirbi?ami porasuna na kore ki korechi dekh(barir dike dekhiye),aisob kagojer kono dam nai,taka chara kono kaj habena bole marksheet ta chure feledilo.ebar bolun oi cheleta collage e giye ki rajniti ta korbe?

  Post CommentsX  

hamla presidency ba jekono jaygai rukhte hole honest picture tule dhorte hobe. political party ki bollo tar thekeo journalist nije ki dekheche ta tule dhorte hobe. ak ak ta news paper ba channel ak akta partyr dhamadhara. most of the newspaper ,channel bam birodhi eto dakhi jai.tar puraskar swarup rajya sabhar member haoa jai

  Post CommentsX  

this govt.is failure everywhere everywhere. at this moment should be change this govt.faces as soon as. muscat.oman

  Post CommentsX  

আমি ফোনে ধরতে পারিনা তাই বলতে পারি না ,আপনি তো মডারেটর হয়ে পরিচালনা করেন ,আপনি কেন বলেন না !! বামপন্থীরা কেন বলেন না !!!!!!! ৯৮৭৪২৭৭৮৪৬

  Post CommentsX  

টিভীতে আলোচনা প্রসঙ্গে কেউে কেউ বলার চেষ্টা করছেন সাম্প্রতিক দিল্লীর ঘটনা আরো বেশী নিন্দনীয় এই জন্যে যে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন রাজ্যের অর্থ চাইতে!যারা ঘটনাটি ঘটিয়েছে তারা রাজ্যের শুভাকাঙ্খী নয় । এই সব নীতিবাগীশদের কেউ কি মনে করিয়ে দিতে পরেন না মমতা ব্যানার্জীর ম্যান মেড বন্যার স্লোগান অথবা আয়েলা বিদ্ধস্ত বাঙলায় সাহায্য না দিতে কেন্দ্রকে পরামর্শ দেওয়ার ঘটনা !! আমরা ফোনে ধরতে

  Post CommentsX  
Post Comments