Last Updated: January 22, 2012 09:31

ডাকাতিতে বাধা দিতে গিয়ে খুন হলেন ১ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পদ্মপুকুর এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাত ১টা ৩০ মিনিট নাগাদ স্থানীয় ব্যবসায়ী সিরাজুল মোল্লার বাড়িতে হানা দেয় ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দুষ্কৃতীদল। তালা ভেঙে প্রথমে সিরাজুলের দাদা সামসুর মোল্লার ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ টাকা এবং সোনার গয়না লুঠ করে দুষ্কৃতীরা। এরপর ডাকাতরা সিরাজুল মোল্লার ঘরে ঢুকলে লুঠপাটে বাধা দেন তিনি। অভিযোগ, সেই সময়েই বচসার জেরে স্ত্রী রেহানা বেগমের সামনেই গুলি করে হত্যা করা হয় বছর ৪২-এর সিরাজুল মোল্লাকে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে তডিঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনায় এখন রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে সকালেই থানার সামনে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
First Published: Sunday, January 22, 2012, 09:31