Last Updated: April 11, 2012 09:17

রাতের শহর ও শহরতলিতে দুটি দুর্ঘটনা। একদিকে হাওড়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। অন্যদিকে আলিপুর চিড়িয়াখানার সামনে পুলিসের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় গুরুতর আহত হয়েছেন ২ পথচারী।
এদিন রাতে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিল একটি টাটা সুমো। হাওড়া থেকে কলকাতার দিকে আসছিল গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, যে লেন দিয়ে যাওয়ার কথা, সেদিক দিয়ে না গিয়ে অন্য লেন দিয়ে গাড়ি চালাচ্ছিলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি ডিভাইডারে এবং পরে একটি লাইটপোস্টে ধাক্কা মারে।
অন্যদিকে, রাত ৮টা নাগাদ আলিপুর চিড়িয়াখানার সামনে কলকাতা পুলিসের একটি প্রিজন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে ২ পথচারী গুরুতর আহত হন। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। গাড়িতে ৭ জন পুলিস কর্মী ছিলেন। দুর্ঘটনায় তাঁরা অল্পবিস্তর আহত হন। এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
First Published: Wednesday, April 11, 2012, 09:17