Last Updated: January 7, 2012 23:48

নদিয়ার ফুলিয়া স্টেশনে আপ ও ডাউন শান্তিপুর লোকালের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে এক গেটম্যানের। দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন ৬৬ জন। নদিয়ার ফুলিয়া স্টেশনে আজ সন্ধেয় ঘটনাটি ঘটে। স্টেশনে দাঁড়িয়ে ছিল আপ শান্তিপুর লোকাল। উল্টোদিক থেকে এসে ওই ট্রেনটিকে ধাক্কা মারে ডাউন শান্তিপুর লোকাল। দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে তিনটি বগি। ডাউন ট্রেনের চালক সিগন্যাল না মানাতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনেকরছে রেল কর্তৃপক্ষ। এমনই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী। দুর্ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে দুটি রিলিফ ট্রেন। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের পদস্থ কর্তারা।ইতিমধ্যে ট্রেনের মধ্যে আটকে পড়া এক চালককে উদ্ধার করা হয়েছে। আঙতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। নিহতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা ও আহতদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। সকাল পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
First Published: Sunday, January 8, 2012, 11:50