Last Updated: September 29, 2011 15:26

আসানসোলে খনি ধসে মৃত ১
আসানসোলে একটি অবৈধ কয়লাখনিতে ধসের ফলে মৃত্যু হল ১ জনের। এই ঘটনায় গুরুতর আহতের সংখ্যা ৩। বৃহস্পতিবার ভোরে বনভোমারি কোলিয়ারি সংলগ্ন অবৈধ খনিতে
এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিশ্বজিত্ নাথ (৩৪)। তিনি সালানপুর থানা এলাকার অন্তর্গত বাসুদেবপুরের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় আসানসোল মহকুমা
হাসাপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়।
First Published: Thursday, September 29, 2011, 15:26