Last Updated: May 1, 2012 10:58

পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক জনের। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার মহারাজপুর বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুর্ঘটনার সময় অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন লরিচালক। পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি একটি দোকান ও বাড়িতে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় বাড়ি ও দোকনটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। পিকআপ ভ্যানের এক যাত্রীর মৃত্যুর পাশাপাশি এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
First Published: Tuesday, May 1, 2012, 10:58