প্রতিরক্ষা খাতে ১০০% বিদেশি বিনিয়োগে দেশ জুড়ে বিতর্কের জন্ম দিল মোদী সরকার

প্রতিরক্ষা খাতে ১০০% বিদেশি বিনিয়োগে দেশ জুড়ে বিতর্কের জন্ম দিল মোদী সরকার

প্রতিরক্ষা খাতে ১০০% বিদেশি বিনিয়োগে দেশ জুড়ে বিতর্কের জন্ম দিল মোদী সরকারপ্রতিরক্ষা ক্ষেত্রে একশো শতাংশ বিদেশি বিনিয়োগ। দেশজুড়ে বড়সড় বিতর্কের জন্ম দিল মোদী সরকারের এই উদ্যোগ। কংগ্রেস স্বাগত জানালেও, বামেরা মনে করছে প্রতিরক্ষা ক্ষেত্রে সাবধানে পা ফেলা উচিত। দায়িত্ব নিয়েই বড়সড় আর্থিক সংস্কারে উদ্যোগী হয়েছে মোদী সরকার। প্রতিরক্ষা ক্ষেত্রে একশো শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনার কথা ভাবা হচ্ছে। এ নিয়ে ক্যাবিনেট নোট গেছে বিভিন্ন মন্ত্রকে।

কেন্দ্রের এই উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলি।

প্রতিরক্ষা ক্ষেত্রকে বিদেশি পুঁজির জন্য পুরোপুরি খুলে দিলে তার প্রভাব দেশের নিরাপত্তায় পড়তে পারে। রাজনৈতিক মহলের একাংশের এমনই আশঙ্কা। আবার সরকারের তরফে দাবি করা হচ্ছে, এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আমদানি খরচ কমবে, উত্পাদন বাড়বে এবং বাড়বে কর্মসংস্থান।

First Published: Friday, May 30, 2014, 21:44


comments powered by Disqus