Last Updated: December 27, 2011 22:11

জনগণ মন-র শতবার্ষিকী উপলক্ষে একই মঞ্চে গলা মেলালেন নানা ক্ষেত্রে কৃতী তিরিশজন মানুষ। আজ ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট অধ্যাপক সুগত বসু, সঙ্গীতশিল্পী তন্ময় বসু, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসুর মত তিরিশজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
First Published: Tuesday, December 27, 2011, 22:14