Last Updated: June 29, 2013 12:11

দু`সপ্তাহের বেশি সময় ধরে উদ্ধারকাজ চালানোর পরও এখনও হাজারের ওপর মানুষ আটকে রয়েছেন বদ্রীনাথে। এখনও নিখোঁজ ১৮০০ মানুষ। গত ১৪ দিনে বিধ্বস্ত উত্তরাখণ্ড থেকে এক লক্ষেরও মানুষকে উদ্ধার করা হয়েছে।
উত্তরাখণ্ডের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উত্তরকাশী জেলা। এখান থেকে গঙ্গোত্রী যাওয়ার রাস্তার ধারেই ছিল একের পর এক গ্রাম। বন্যায় সবই কার্যত নিশ্চিহ্ন। নদীর পথ বদল ভেঙে দিয়েছে যোগাযোগের সেতুও। পাহাড়ের কোলের গ্রাম মানেরি। সেখানে যোগাযোগের সব রাস্তাই প্রায় নিশ্চিহ্ন। গোটা উত্তরাখণ্ড জুড়ে চলছে আটকে পড়া পর্যটক আর তীর্থ যাত্রীদের উদ্ধারের কাজ। কিন্তু মানেরি গ্রামের মতো ভেসে যাওয়া এই জনপদগুলির বাসিন্দাদের নিয়ে এখনও তেমন কোনও উদ্যোগ নেই প্রশাসনের।
First Published: Saturday, June 29, 2013, 12:11