শততম শতরান শুধুমাত্র একটি সংখ্যা: সচিন, 100th century is just a number

শততম শতরান শুধুমাত্র একটি সংখ্যা: সচিন

শততম শতরান শুধুমাত্র একটি সংখ্যা: সচিনটেস্টে শততম শতরান তাঁর জন্য শুধুমাত্র একটি সংখ্যা। এমনটাই জানিয়েছেন সচিন তেন্ডুলকর। হাজার-হাজার সমর্থকদের প্রত্যাশার চাপ নিয়ে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবেন তিনি। তবে সেটা নিয়ে তাঁর উপর কোনও চাপ নেই বলে দাবি করেছেন মাস্টার ব্লাস্টার। সচিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন শততম শতরান নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। মাঠে নেমে ভাল খেলাই তাঁর একমাত্র লক্ষ্য থাকে বলে জানিয়েছেন সচিন। তাঁর মতে রেকর্ড নিয়ে কোনও তাড়াহুড়ো নেই। আন্তর্জাতিক ক্রিকেটে বাইশ বছর পুর্ণ করে বেশ উচ্ছাসিত তিনি। এই অনুভুতিকে অসাধারণ বলে মন্তব্য করেছেন তেন্ডুলকর।
 

First Published: Friday, November 18, 2011, 22:44


comments powered by Disqus