ধর্ষণ করে ১১ বছরের স্কুল ছাত্রীকে খুন পুণেতে

ধর্ষণ করে ১১ বছরের স্কুল ছাত্রীকে খুন পুণেতে

ধর্ষণ করে ১১ বছরের স্কুল ছাত্রীকে খুন পুণেতেমুম্বই গণধর্ষণকাণ্ডে তৈরি হওয়া প্রতিবাদ এখনও থিতোয়নি। এরমধ্যেই আরও একটা ধর্ষণের খবর। এবার মহারাষ্ট্রের পুণেতে। ১১ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিস।

গ্রামের স্কুলের পঞ্চম শ্রেণির মেয়েটা বাবার সঙ্গেই বাড়ি ফেরে। কিন্তু সেদিন বাবা আসতে পারেননি। তাই একাই ফিরছিল সে। ২২ বছরের এক যুবক তাঁকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটির স্কুলের টাই গলায় পেঁচিয়ে হত্যা করা হয় তাঁকে।

নিহত ছাত্রীর বাবা বলেন, "আমরা যখন খোঁজ করি, তখন মাঠে দেহটা পাই।" পুলিসই পরিবারকে জানায়, গত ১৫ তারিখ ১১ বছর পূর্ণ হওয়া মেয়েটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার আগে ধর্ষণও করা হয়। দরিদ্র পরিবারের কনিষ্ঠতমকে হারানোর শোক না কাটিয়ে উঠলেও, তাঁরা চাইছেন দোষীর কড়া শাস্তি।

অভিযুক্তকে পাশের গ্রাম থেকে গ্রেফতার করতে সফল হয়েছে পুলিস। তবে তাঁর খোঁজে গোটা গ্রাম এলাকায় চিরুনি তল্লাসি চালায়। দোষির পরিচয় সম্পর্কে রাতে সাংবাদিক সম্মেলনে জানানো হবে বলে জানানো হয়েছে।

First Published: Sunday, August 25, 2013, 18:45


comments powered by Disqus