আজ নেতাজি জন্মজয়ন্তী

আজ নেতাজি জন্মজয়ন্তী

আজ নেতাজি জন্মজয়ন্তীনেতাজি সুভাষ চন্দ্র বসুর ১১৬তম জন্মদিবস আজ। দেশজুড়ে পূর্ণ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে আজকের দিনটি। রেড রোডে আজ নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ জানুয়ারির পরিবর্তে ২১ জানুয়ারি মহাকরণে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ রাজ্যের বিরোধী নেতৃবর্গ।

বিমান বসুর দাবি, নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির তরফে দুপুর সওয়া বারোটায় ময়দানে নেতাজির মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়েছে বলে তাঁর অভিযোগ। জন্মজয়ন্তী উদযাপন কমিটি নির্দিষ্ট সময়েই নেতাজি মূর্তির কাছে যাবে বলে বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছেন। ২৩ জানুয়ারি রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে সরকারি অনুষ্ঠানে তাঁদের যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফরওয়ার্ড ব্লক নেতা হাফিজ আলি সৈরানি।

অন্য দিকে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক অশোক ঘোষ নেতাজির জন্মমূহূর্তে রেড রোডে তাঁর মূর্তিতে মাল্যদানের আবেদন নিয়ে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে বলেছেন, ওই সময় মাল্যদানের অনুমতি না দেওয়া হলে তাঁরা সওয়া বারোটায় সুবোধ মল্লিক স্কোয়্যারে নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন।

First Published: Monday, January 23, 2012, 09:54


comments powered by Disqus