Last Updated: June 25, 2013 13:39

মুর্শিদাবাদের বড়ঞাঁ থানার খড়জুনা গ্রামের বিক্ষোভ আজও অব্যাহত। গ্রামবাসীরা আজও মিছিল করেন। নিহত মহিলার পরিবার ও গ্রামের মানুষ ধর্ষণের পর খুনের অভিযোগ করলেও তা মানতে নারাজ পুলিস। পুলিস সুপারের দাবি, মহিলার সঙ্গে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ওই যুবকই সহবাসের পর মহিলাকে খুন করে। আগামিকাল এই ঘটনার প্রতিবাদে ১২ ঘণ্টার বনধ ঘোষণা করল কংগ্রেস।
এই মন্তব্যের জন্য পুলিস সুপারকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন গ্রামবাসীরা। তাঁদের প্রশ্ন, মুখ্যমন্ত্রী এই ঘটনায় নীরব কেন ? বুদ্ধিজীবীরাই বা কেন আসছেন না তাঁদের গ্রামে ? আজ খড়জুনায় যান সাংসদ অধীররঞ্জন চৌধুরী। পুলিসের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন তিনি। আগামিকাল বড়ঞাঁয় বারো ঘন্টার বনধ ডেকেছে বামফ্রন্ট ও কংগ্রেস। খড়গ্রামে আদিবাসী মহিলাকে ধর্ষণের প্রতিবাদে আগামিকাল সে খানেও বনধ ডেকেছে বামফ্রন্ট।
First Published: Tuesday, June 25, 2013, 13:39