Last Updated: January 18, 2014 16:00

কাবুলে রেস্তোঁরায় হামলা চালাল জঙ্গিরা। শুক্রবার রাতে কাবুলের ওয়াজির আকবর খান এলাকার একটি রেস্তোঁরার বাইরে প্রথমে মানববোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর রেস্তোঁরার ভিতরে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজরা।হামলায় নিহত কমপক্ষে একুশজন।
নিহতদের মধ্যে রাষ্ট্রপুঞ্জ এবং ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের সদস্য সহ ৭ জন বিদেশি রয়েছেন। আহত হয়েছেন অনেকেই। পরে নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয় জঙ্গিরা। হামলা চালানোর এক ঘণ্টার মধ্যে দায় স্বীকার করে তালিবান। ঘটনার নিন্দা করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন।
First Published: Saturday, January 18, 2014, 16:00