খোঁজ মিলল ১৩৩টি নতুন প্রজাতির প্রাণীর, ডানাহীন পাখির

খোঁজ মিলল ১৩৩টি নতুন প্রজাতির প্রাণীর, ডানাহীন পাখির

খোঁজ মিলল ১৩৩টি নতুন প্রজাতির প্রাণীর, ডানাহীন পাখিরগোটা বিশ্বের হাজার হাজার বিজ্ঞানীরা এদের খোঁজে রয়েছে প্রতি নিয়ত। পৃথিবীতে এঁরা রয়েছেন, কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যায় না। বিশ্বের এমনই না জানা বাসিন্দাদের খোঁজের কথা জানাল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা জানালেন, গত বছর মোট ১৩৩টি নতুন প্রজাতির প্রাণীর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা।

১৯টি ক্যাটাগরিতে ১৩৩টি নতুন প্রজাতির প্রাণীর অস্তিত্বর খোঁজ মিলেছে। এই নতুন আবিষ্কৃত হওয়া এইসব প্রজাতির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল ডানাহানী পাখি, এক পায়ের কাঁকড়া। এছাড়া রয়েছে এক কোষি মাছ, ১৯টি নতুন প্রজাতির মাছ , এক অদ্ভুতদর্শন পাখি।





First Published: Sunday, July 28, 2013, 15:33


comments powered by Disqus