Last Updated: March 20, 2012 16:11

ফের খুলতে চলেছে রাজ্যের প্রায় ১৫ টি সরকারি পিটিটিআই। ২ বছরের চেষ্টায় এই শিক্ষাবর্য থেকেই ক্লাস শুরু হবে এইসব পিটিটিআই-এ। নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন শর্তপূরণের আশ্বাস পাওয়ার পরেই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এই পিটিটিআইগুলিকে স্বীকৃতি দিচ্ছে।
২০০৬ সালের পরে হঠাত্ই নিয়ম না মানার অভিযোগে রাজ্যের প্রায় ৩৫ টি সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ হয়ে যায়। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা এনসিটিই-র অভিযোগ ছিল, নির্দিষ্ট নিয়ম না মেনে এইসব প্রতিষ্ঠানগুলি চালান হচ্ছে। সেকারণেই এনসিটিই সেসময় এই প্রতিষ্ঠানগুলি থেকে স্বীকৃতি তুলে নেয়।
First Published: Tuesday, March 20, 2012, 16:17