Last Updated: January 12, 2012 09:46

আজ স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষের সূচনা হল। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকে স্বামীজির জন্মভিটে সিমলা স্ট্রিটের বাড়িতে শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা যুগনায়ক বিবেকানন্দের জন্মদিবসে বেলুড় মঠেও বিশেষ আয়োজন করা হয়েছে। গোলপার্কে থেকে রবীন্দ্র সদন পর্যন্ত প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন বহু সাধারণ মানুষ। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় বাজানো হল সাইরেন। সকাল ছ-টা একত্রিশ মিনিটে স্বামীজির জন্ম মুহূর্তকে চিহ্নিত করে বাজানো হয় সাইরেন। কলকাতার ষোলটি জায়গায় একযোগে বাজানো হয় সাইরেনগুলি। স্বামীজির জন্মদিবসে শেষবার সাইরেন শোনা গিয়েছিল ২০০৫ সালে। তারপর যান্ত্রিক সমস্যার কারণে তা বন্ধ হয়ে যায়। আজ ফের শোনা গেল সেই নস্টালজিক সাইরেন।
First Published: Thursday, January 12, 2012, 10:30