নিজের বাড়ি থেকেই চুরি গেল কাজলের সোনার চুড়ি

নিজের বাড়ি থেকেই চুরি গেল কাজলের সোনার চুড়ি

নিজের বাড়ি থেকেই চুরি গেল কাজলের সোনার চুড়িকরবা চৌথের দিন জুহুর দেবগন ম্যানসনে নিজের বাড়িতে পুজোয় ব্যস্ত ছিলেন কাজল। তখন বাড়ি থেকে চুরি গেল ১৭টি সোনার চুড়ি। কাজলের মা তনুজা জানিয়েছেন, "আমি এখনও পুরো ঘটনা বিস্তারিত জানি না। তবে হ্যাঁ, কাজলের ১৭টি চুড়ি চুরি গিয়েছে।" জুহু পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করেছেন দেবগন পরিবার।

জুহু পুলিসের এসআই অরুণ ভগত জানিয়েছেন, "আমরা কয়েকজনকে সন্দেহের তালিকায় রেখেছি। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।" জানা গিয়েছে বাড়ির লোকেদের ওপরই সন্দেহ দেবগন পরিবারের। চুরি যাওয়া গয়নার মূল্য ৫ লক্ষ টাকা।


First Published: Monday, October 28, 2013, 22:52


comments powered by Disqus