খড়গপুর স্টেশনে উদ্ধার ১৯ কিশোর, 19 boys found in Kharagpur Station

খড়গপুর স্টেশনে উদ্ধার ১৯ কিশোর

খড়গপুর স্টেশনে উদ্ধার ১৯ কিশোরখড়গপুর স্টেশন থেকে ১৯ জন কিশোরকে উদ্ধার করল রেল পুলিস। সকলেরই বয়স বারো থেকে চোদ্দোর মধ্যে। বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরা ও কাঁথিতে। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ স্টেশন চত্বর থেকে এদের উদ্ধার করা হয়। তারা এখন রেল পুলিসের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, এই ১৯ জনকে মুম্বইয়ে পাচার করার চেষ্টা হচ্ছিল। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরদের জিজ্ঞাসাবাদ করে, বেশ কয়েকজনের ঠিকানা জানতে পেরেছে পুলিস। তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে।

First Published: Wednesday, November 2, 2011, 12:33


comments powered by Disqus