Last Updated: November 8, 2013 14:38

নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল মালদহের বৈষ্ণবনগরে। অভিযোগ, গতকাল স্কুল থেকে ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করে স্থানীয় আমবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৪ জন যুবক।
বাড়ি না ফেরায় রাতেই শুরু হয় খোঁজ। এরপরই আমবাগান থেকে উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ণ ছিল। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিস। অভিযুক্ত ৪ যুবকের মধ্যে ১জন ওই ছাত্রীকে প্রেম নিবেদন করেছিল বলে পুলিসসূত্রে খবর। প্রেমে প্রত্যাখানের পর আক্রোশের বশেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিসের। মেডিক্যাল পরীক্ষার জন্য ওই ছাত্রীকে মালদহ মেডিক্যালে পাঠানো হয়েছে।
First Published: Saturday, November 9, 2013, 09:36