Last Updated: February 1, 2014 16:47
গোসাবায় মহিলাকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। পলাতক অন্য এক অভিযুক্ত। থানায় ধর্ষণের অভিযোগ দায়েরের পর গতকাল রাতেই অভিযুক্ত শ্রীদাম মণ্ডল এবং জনার্দন মণ্ডলকে গ্রেফতার করে পুলিস।
আজ সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে নির্যাতিতার শারীরিক পরীক্ষা হয়। মহিলার স্বামী বেঙ্গালুরুতে কর্মরত। গত নভেম্বর মাসের তিন তারিখ মহিলার এক প্রতিবেশী রাতে তাঁর বাড়িতে এসে থাকার জন্য ওই মহিলাকে অনুরোধ করেন। ওই দিন রাতেই ফাঁকা বাড়িতে স্থানীয় তিন ব্যক্তি ধর্ষণ করে মহিলাকে। তবে এতদিন বিষয়টি কাউকে জানাতে পারেন নি ওই মহিলা। স্বামী ফিরলে গোটা বিষয়টি খুলে বলেন তিনি। এরপরেই থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয় পরিবারের তরফে।
First Published: Saturday, February 1, 2014, 19:53