Last Updated: September 12, 2012 10:31

পাকিস্তানের দুই শহরে দুটি কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সর্বশেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা ৩১৪।
পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী করাচির কাছে একটি কাপড়ের মিলে আগুন লেগে ২৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির জেরে শর্টসার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান দমকল কর্মীদের।
অন্যদিকে পঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি জুতোর কারখানায় আগুন লেগে ২৮৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। পাকিস্তানের এই দ্বিতীয় বৃহত্তম শহরের ওই কারখানাটিতে বিকেলের দিকে আগুন লাগার সময় বহু শ্রমিক কাজ করছিল। উদ্ধারকাজেও সমস্যা তৈরি হয়৷ প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় বেশ
কয়েকজনের৷ কারখানার অনেক শ্রমিক ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করতে গিয়ে আহত হয়েছেন
বলেও জানা গিয়েছে৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
First Published: Wednesday, September 12, 2012, 22:02