ঝাড়গ্রামে ধৃত দুই মাও নেতা

ঝাড়গ্রামে ধৃত দুই মাও নেতা

ঝাড়গ্রামে ধৃত দুই মাও নেতাবাংলা-ওড়িশা সীমানায় দু`জন মাওবাদী নেতা-সহ বেশ কয়েকজন সন্দেহভাজন সিপিআই(মাওবাদী) সদস্যকে গ্রেফতার করল পুলিস। পুলিস সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে রয়েছে নয়াগ্রামে মাওবাদীদের এরিয়া কমান্ডার রঞ্জন মুন্ডা এবং মাওবাদী নেতা জয়ন্ত। তবে অন্যান্য ধৃতদের পরিচয় সম্পর্কে বিস্তারিতভাবে কিছুই জানায়নি পুলিস। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানা এলাকার চিলকাঠি গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়। এরপরই ধৃতদের ঝাড়গ্রাম শহরে আনে পুলিস।

First Published: Friday, August 3, 2012, 16:51


comments powered by Disqus