Last Updated: May 15, 2012 20:10

জেলাশাসক অ্যালেক্স পল মেননের অপহরণের এক মাস না কাটতেই ফের সুকমা থেকে ২ জনকে অপহরণ করল মাওবাদীরা। অপহৃতদের মধ্যে একজন স্থানীয় বিজেপি নেতাও রয়েছেন। পুলিসসূত্রে খবর, সোমবার সন্ধ্যায় বিজেপির সুকমা জেলা সম্পাদক মোচাকি জোগা বাসে করে বাড়ি ফিরছিলেন। বাস থামিয়ে তাঁকে অপহরণ করে মাওবাদীরা। অন্যদিকে ডর্নাপাল এলাকা থেকে এক ব্যবসায়ীকেও অপহরণ করেছে মাওবাদীরা। ইতিমধ্যেই তল্লাসি অভিযান শুরু করেছে পুলিস।
অন্যদিকে ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে গোটা একটি ট্রেনকেই পণবন্দি করে নেয় মাওবাদীরা। রবিবার রাতে চক্রধরপুর ডিভিসনের চাইবাসার কাছে পোসাইতা স্টেশনে টাটা বিলাসপুর প্যাসেঞ্জারকে পণবন্দি করে মাওবাদীরা। তার আগে রেলের নিরাপত্তাকর্মীদের সঙ্গে একদফা গুলির লড়াইও চলে মাওবাদীদের। জানা গিয়েছে ট্রেনের ই়ঞ্জিনের সামনে একটি কৌটো বোমাও ঝুলিয়ে দেয় মাওবাদীরা। পরে সিআরপিএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে বোমা নিষ্ক্রিয় করার পর ট্রেনটি স্টেশন থেকে রওনা হয়।
First Published: Tuesday, May 15, 2012, 20:11