Last Updated: November 19, 2011 16:20

নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন দুই নাইজেরিয়। আজ জাল পাসপোর্ট সমেত তাঁদের গ্রেফতার করে পুলিস। দুই যুবককে জেরা করে পুলিস জানতে পেরেছে, তাঁরা তিন মাস আগে কলকাতা এসেছিলেন। তাঁরা কোথায ছিলেন, কী কারণে এসেছিলেন, তা জানতে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। নাইজেরিয়া ফেরার উদ্দেশে আজ রওনা হয়েছিলেন দুই যুবক। তাঁদের কাগজপত্র খতিয়ে দেখতে গিয়ে, বিমাবন্দরের অভিবাসন দফতরের কর্মীরা দেখেন, দুজনের পাসপোর্টই জাল। তারপরই বিমানবন্দর থানার পুলিস তাঁদের গ্রেফতার করে। আজ ধৃতদের বারাসত আদালতে তোলা হবে।
First Published: Saturday, November 19, 2011, 17:37