কলকাতা বিমানবন্দরে গ্রেফতার দুই নাইজেরিয়, 2 Nigerian arrested at Netaji Subhas International Airport

কলকাতা বিমানবন্দরে গ্রেফতার দুই নাইজেরিয়

কলকাতা বিমানবন্দরে গ্রেফতার দুই নাইজেরিয়নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন দুই নাইজেরিয়। আজ জাল পাসপোর্ট সমেত তাঁদের গ্রেফতার করে পুলিস। দুই যুবককে জেরা করে পুলিস জানতে পেরেছে, তাঁরা তিন মাস আগে কলকাতা এসেছিলেন। তাঁরা কোথায ছিলেন, কী কারণে এসেছিলেন, তা জানতে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। নাইজেরিয়া ফেরার উদ্দেশে আজ রওনা হয়েছিলেন দুই যুবক। তাঁদের কাগজপত্র খতিয়ে দেখতে গিয়ে, বিমাবন্দরের অভিবাসন দফতরের কর্মীরা দেখেন, দুজনের পাসপোর্টই জাল। তারপরই বিমানবন্দর থানার পুলিস তাঁদের গ্রেফতার করে। আজ ধৃতদের বারাসত আদালতে তোলা হবে।

First Published: Saturday, November 19, 2011, 17:37


comments powered by Disqus