রিজেন্ট পার্কে শিক্ষক খুনের ঘটনায় ধৃত দুই

রিজেন্ট পার্কে শিক্ষক খুনের ঘটনায় ধৃত দুই

রিজেন্ট পার্কে শিক্ষক খুনের ঘটনায় ধৃত দুইপূর্ব পরিচিতদের হাতে পরিকল্পনা মাফিকই খুন হয়েছিলেন অভিনেতা ও শিক্ষক ইন্দ্রজিত চক্রবর্তী। ঘটনায় দুজনকে গ্রেফতারের পর এমনটাই জানিয়েছে যাদবপুর থানার পুলিস। ধৃতরা দুজনেই  নিহত ইন্দ্রজিতের পরিচিত।

ধৃতদের একজনের নাম পাভেল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ, মোবাইল এবং লিউকোপ্ল্যাস্ট। গত সোমবার রাতে যাদবপুরের রিজেন্ট কলোনির আবাসনের  ফ্ল্যাট থেকে হাত-পা বাধা, মুখে লিউকোপ্ল্যাস্ট আটকানো অবস্থায় ইন্দ্রজিত চক্রবর্তীর দেহ উদ্ধার করে পুলিস।

First Published: Saturday, June 8, 2013, 12:52


comments powered by Disqus