Last Updated: September 6, 2013 20:30

উলুবেড়িয়ার কাছে ৬ নম্বর জাতীয় সড়কে দুই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করল একদল যুবক। দুই মহিলার মোবাইলও ছিনতাই করে বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত কোলাঘাটে। একটি ধাবায় খাওয়াদাওয়ার পর আরও তিন পুরুষ সঙ্গীর সঙ্গে চন্দ্রকোনা থেকে গাড়িতে কলকাতায় ফিরছিলেন ওই দুই মহিলা।
অভিযোগ, ওই ধাবা থেকেই মহিলাদের উদ্দেশে কটূক্তি ও অশালীন ইঙ্গিত করছিল ছয় মদ্যপ যুবক। এরপর তারা ৩টি মোটরসাইকেল নিয়ে মহিলাদের গাড়ির পিছু নেয়। শেষে উলুবেড়িয়ার কাছে গাড়ির পথ আটকে দাঁড়ায় দুষ্কৃতীরা। গাড়ি থেকে দুই মহিলাকে টেনে নামানোর চেষ্টা করে যুবকরা। বাধা দিতে গেলে আক্রান্ত হন গাড়ির বাকি তিন যাত্রী। তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। সকলের চিত্কার ভিড় জমে গেলে, যুবকরা পালিয়ে যায়। এরপর উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তল্লাসি চালিয়ে রাতেই একটি মোবাইল উদ্ধার করেছে পুলিস। তবে কাউকে ধরতে পারেনি পুলিস।
First Published: Friday, September 6, 2013, 20:30