2002 hit-and-run case: Prosecution to examine 64 witnesses against Salman Khan

হিট অ্যান্ড রান কেস: সলমানের বিরুদ্ধে ৬৪ জন সাক্ষী জোটাল সরকারি আইনজীবী

 হিট অ্যান্ড রান কেস: সলমানের বিরুদ্ধে ৬৪ জন সাক্ষী জোটাল সরকারি আইনজীবী ২০০২ এর `হিট অ্যান্ড রান কেসে` বলিউড তারকা সালমন খানের বিরুদ্ধে নতুন করে মামলা শুরু হয়েছে। আদালতের কাছে ৬৪ জন সাক্ষীর একটি তালিকা জমা দিয়েছে সরকার পক্ষের আইনজীবী।

রাতের মুম্বইয়ে রাস্তার পাশে ফুটপাতে শুয়ে ছিল কয়েকজন। তাঁদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার অভিযোগ সলমন খানের বিরুদ্ধে। ঘটনায় ১ জনের মৃত্যু হয়। আহত হন ৪ জন। এদিন সেশন জাজ ডি ডাব্লু দেশপাণ্ডের কাছে ৬৪ জন সাক্ষীর তালিকা দায়ের হয়। বিচারক ১২ ফেব্রুয়ারির মধ্যে সরকারকে মমলার আরও তথ্য জমা দিতে বলেছে।

তবে নিম্ন আদালতের নতুন করে মামলা রুজু করার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার রাস্তা খোলা আছে সলমানের কাছে।

ছবি: DNA

First Published: Tuesday, January 21, 2014, 20:34


comments powered by Disqus