২০০২-এ গুজরাট হিংসার ঘটনা দুর্ভাগ্যজনক। এই বিষয়ে আদালতের রায় মেনে নেবেন তিনি। গুজরাট হিংসার ঘটনার পু

গুজরাট হিংসা দুর্ভাগ্যজনক, ইইউ প্রতিনিধিদের মোদী

গুজরাট হিংসা দুর্ভাগ্যজনক, ইইউ প্রতিনিধিদের মোদী২০০২-এ গুজরাট হিংসার ঘটনা দুর্ভাগ্যজনক। এই বিষয়ে আদালতের রায় মেনে নেবেন তিনি। গুজরাট হিংসার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সবকরম ব্যবস্থাও নেওয়া হয়েছে। এমনই মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। দাবি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের।

মাসখানেক আগে দিল্লির জার্মান দূতাবাসে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মোদি। সেই বৈঠকেই তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জোয়া ক্রাভিনহো। বৈঠকের পর একমাস নীরব থেকে গতকালই এবিষয়ে মুখ খুলেছেন ক্রাভিনহো।

পর পর তিনবার গুজরাট বিধানসভা নির্বাচেন বিজেপির জয়ের কাণ্ডারী নরেন্দ্র মোদি। জাতীয় স্তরেও প্রধানমন্ত্রীর পদের দাবিদার হিসেবে উঠে আসছে তাঁর নাম। সেকারণেই মোদীর প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি নরম মনোভাব দেখাতে শুরু করল কিনা, সেনিয়ে শুরু হয়েছে জল্পনা।

First Published: Friday, February 8, 2013, 20:51


comments powered by Disqus