Last Updated: November 15, 2011 18:14

দুহাজার তেরোতে হচ্ছে না বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাইন্সিলের সিইও হারুন লর্গাট। আইসিসি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন লর্গাট। এর আগে দুহাজার তেরোতে চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গায় বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আয়জনের কথা ছিল। কিন্তু আইসিসির পুর্ব নির্ধারিত কর্মসুচির জন্য এই আয়োজন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
First Published: Tuesday, November 15, 2011, 18:14