Last Updated: March 5, 2012 16:06

কঙ্গো প্রজাতন্ত্রে একটি অস্ত্রাগারে বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ২০৬ জনের। এছাড়া আহত হয়েছেন বহু। কয়েক হাজার মানুষ পালিয়ে বেঁচেছেন। রবিবার কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ব্রাজাভিলের উত্তরে একটি অস্ত্রাগারে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ হয়।
বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, বিস্ফোরণস্থল থেকে দূরেও প্রচুর বাড়ি ভেঙে পড়েছে। প্রাণ বাঁচাতে ২০০০-এর বেশি মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে যান। বেশ কিছু মানুষ এখনও নিখোঁজ। ওই অস্ত্রাগারের অদূরেই দেশের প্রেসিডেন্ট ডেনিস সাসাও নিগেসোর দফতর। তবে প্রেসিডেন্টের দফতর অক্ষতই রয়েছে বলে কঙ্গো সরকার সূত্রে খবর। বিস্ফোরণের পর কেয়কশো মানুষ নিকটবর্তী একটি চার্চে আশ্রয় নেয়। কিন্তু বিস্ফোরণের তীব্রতায় চার্চটিও ভেঙে পড়েছে। ফলে চার্চের মধ্যেও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। শুরু হয়েছে উদ্ধারকাজ।
First Published: Monday, March 5, 2012, 16:06