মুর্শিদাবাদে উদ্ধার ২১টি আগ্নেয়াস্ত্র, 21 weapons found in Murshidabad

মুর্শিদাবাদে উদ্ধার ২১টি আগ্নেয়াস্ত্র

মুর্শিদাবাদে উদ্ধার ২১টি আগ্নেয়াস্ত্রমুর্শিদাবাদের খড়গ্রাম থানার সাদলশঙ্করপুর এলাকা থেকে একুশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিস। উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে রয়েছে চোদ্দটি মাসকেট, ছটি পাইপগান ও একটি পিস্তল। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিস। একটি কালভার্টের নীচ থেকে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিস।

First Published: Sunday, November 6, 2011, 23:12


comments powered by Disqus