Last Updated: December 26, 2011 15:36

রবিবার বড়দিনের আনন্দে সামিল হতে গিয়ে মর্মান্তিক নৌকাডুবিতে মৃত্যু হল ২২ জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পুলিকট লেকে। চেন্নাই থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই লেকটি। মোট ২৫ জন ওই নৌকায় চড়েছিলেন বলে জানা গেছে। বড়দিন উপলক্ষ্যে নৌকাভ্রমণ উপভোগ করছিলেন যাত্রীরা। স্থানীয় মত্স্যজীবীরা নৌকাটি চালাচ্ছিলেন। কিন্তু মাঝনদীতে আচমকা নৌকাটি একদিকে হেলে যায়। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। যাত্রীদের হুড়োহুড়িতে এরপর নৌকোটি উল্টে যায়। তলিয়ে যান অনেক যাত্রী। উদ্ধারকাজ শুরুতে দেরি হওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ।
First Published: Monday, December 26, 2011, 15:44