Last Updated: September 27, 2011 22:57

বাইশে শ্রাবণ, একটা তারিখ শুধু নয়, একটা ধারনাও কারন এই তারিখ নিয়ে আসে বেশ কিছু অনুষঙ্গ।
এই তারিখেই চলে গিয়েছিলেন বাঙালীর প্রানের মানুষ রবীন্দ্রনাথ।
এই শ্রাবনেই কালো মেঘের ভার বইতে না পেরে আকাশ ভেঙে বৃষ্টি নামে।
বাইশে শ্রাবন নামে একটা ছবি বানিয়ে ছিলেন মৃনাল সেন।
বাইশে শ্রাবন নামে এবার ছবি বানালেন সৃজিত মুখার্জি।
বাইশে শ্রাবন নামটা বাঙালীর কাছে এতটা তাত্পর্যের।
তাইতো সৃজিতের ছবির গোটা টিম এবার মুখোমুখি হলেন বাঙালীর নতুন প্রজন্মের।
প্রেসিডেন্সি কলেজে জমে উঠেছিল শ্রাবনের আড্ডা.
First Published: Wednesday, September 28, 2011, 18:53